রবিবার ● ২৫ এপ্রিল ২০২১
প্রথম পাতা » ঢাকা » করোনাকালেও গরীবদের ত্রাণের টাকা লুটপাট করা হয়েছে
করোনাকালেও গরীবদের ত্রাণের টাকা লুটপাট করা হয়েছে
সংবাদ বিজ্ঞপ্তি :: খেতমজুর ইউনিয়নের সভাপতি সাইফুল হক ও সাধারণ সম্পাদক আকবর খান আজ এক যুক্ত বিবৃতিতে করোনার বিপর্যয় মোকাবেলায় ঈদের আগে খেতমজুরসহ শ্রমজীবী-মেহনতি-দিনমজুর দেড় কোটি পরিবারকে নগদ দশ হাজার টাকা ও এক মাসের খাদ্য জরুরী ভিত্তিতে প্রদানের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন দ্রুত এই পদক্ষেপ না নিলে নতুন করে আরও প্রায় এক কোটি মানুষ চরম দারিদ্রসীমার নীচে নেমে আসবে। তারা বলেন, করোনার গত ক’মাসে নতুন করে যে আড়াই কোটি মানুষ দারিদ্রসীমার নীচে নেমে এসেছে সহায়তা না পেলে তাদের বড় অংশও চরম দারিদ্রসীমার নীচে নেমে আসবে।
নেতৃবৃন্দ বলেন, সরকার গরীব দিনমজুরদের জন্য সাড়ে দশ কোটি টাকা বরাদ্দ তাদের সাথে এক ধরনের রসিকতা করেছে। তারা বলেন, গরীবদের জন্য ত্রাণের টাকার বড় অংশই বেহাত হয়েছে, আত্মসাৎ করা হয়েছে। ঈদের আগে যাদেরকে ত্রাণ সহায়তা দেবার কথা দুর্নীতি আর দলীয়করণের কারণে তাদের বড় অংশ প্রকৃত অভাবী পরিবারসমূহের কাছে পৌঁছাবে না। তারা বলেন, গ্রামীণ বিভিন্ন প্রকল্পের বরাদ্দ নিয়েও নয় ছয় ও দলীয়করণ চুড়ান্ত পর্যায়ে।
বিবৃতিতে নেতৃবৃন্দ গ্রামীণ শ্রমজীবী-মেহনতিদের জন্য পল্লী রেশনিং ব্যবস্থা চালু ও গ্রামীণ প্রকল্পে চুরি, দুর্নীতি ও দলীয়করণ প্রতিরোধে অবিলম্বে কার্যকরি পদক্ষেপ নেবার আহ্বান জানান।
একই সাথে তারা চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগামহীন মূল্যবৃদ্ধিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অসৎ বাজার সিণ্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেবারও দাবি জানান।
নেতৃবৃন্দ বাঁচার দাবিতে খেতমজুরসহ শ্রমজীবীদেরকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হবারও আহ্বান জানান।