বুধবার ● ২৮ এপ্রিল ২০২১
প্রথম পাতা » অপরাধ » ছেলের হাতে মা খুন : ছেলে ও ছেলের বৌ আটক
ছেলের হাতে মা খুন : ছেলে ও ছেলের বৌ আটক
শেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোংলায় তুচ্ছ ঘটনা নিয়ে পারিবারিক কলহের জের ধরে ছেলের কোদালের কোপে মা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার শেহলাবুনিয়া এলাকায় মর্মান্তিক এঘটনা ঘটে। নিহত শৈবালীনি রায় (৬০) মোংলা উপজেলার শেহলাবুনিয়া গ্রামের হোমিও চিকিৎসক ক্ষিতিশ চন্দ্র রায়ের স্ত্রী।
এঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের সুব্রত রায় (৪৭) ও তার স্ত্রী সুচিত্রাকে (৩৫) আটক করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে শৈবালীর মৃত্য হয় বলে চিকিৎসক জানিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসি জানায়, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার নিজ বাড়ীতে বসে পশু চিকিৎসক সুব্রত রায় তার স্ত্রীর সাথে মায়ের কলহের কারনে মা শৈবালীনিকে কোদাল দিয়ে আঘাত করলে তিনি মারা যান। স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার ও ঘাতক ছেলেসহ তার স্ত্রীকে আটক করে।
মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, ছেলের হাতে মায়ের খুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ছেলে ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া আসামী গ্রেফতার
বাগেরহাট :: বাগেরহাটে হাজত খানার সামনে থেকে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া আসামী হাফিজুর রহমান ওরফে শিপন (২৯)কে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (২৮ এপ্রিল) ভোরে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ ও মোংলা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। এর আগে ২৫ এপ্রিল বিকেলে বাগেরহাট কোর্ট পুলিশের হাজত খানার সামনে থেকে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়েছিল হাফিজুর রহমান ওরফে শিপন।
গ্রেফতার হাফিজুর মোংলা উপজেলার কানাই নগর গ্রামের আবু বক্কর খা‘র ছেলে। একটি চুরির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হাফিজুর রহমানকে একদিনের রিমান্ডে নিয়েছিল মোংলা থানা পুলিশ।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকায় শিপনের এক নিকট আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
মোরেলগঞ্জে খাল খননের উদ্ধোধন করলেন সংসদ সদস্য মিলন
বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়ার ইউনিয়নে আজ বুধবার দুপুরে খাল খননের উদ্বোধন করা হয়েছে। বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন এ খাল খননের উদ্বোধন করেন।
জলাশয় সংস্কারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের বাস্তবায়নে ইউনিয়নের ঘোপের খাল পুনঃখনন প্রকল্প উদ্ধোধন উপলক্ষ্যে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক হাফিজুর রহমান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিনয় কৃষ্ণ রায় ।
বাগেরহাট মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী সভা শেষে প্রধান অতিথি এ্যাড.আমিরুল আলম মিলন এমপি ৩৫ লক্ষ টাকা ব্যয়ে ৬ হাজার ফুট দীর্ঘ ঘোপের খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন।