বুধবার ● ২ মার্চ ২০১৬
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » নবীগঞ্জে বটগাছে মানুষের হাতের দৃশ্য
নবীগঞ্জে বটগাছে মানুষের হাতের দৃশ্য
নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জে মাজারের একটি বটগাছে মানুষের হাতের ন্যায় এক দৃশ্য দেখতে হাজারো মানুষের ভিড় জমিয়েছেন৷ কারো হাতে মোরগ, কারো হাতে পায়রা, কারো হাতে মোমবাতি, কারো হাতে মিষ্টি৷ কেউ এসেছে রোগ সারাতে, কেউ মানত, আবার কেউ এসেছেন আলৌকিক মানুষের হাতজোড়া দৃশ্যটি একনজর দেখতে৷ গত তিনদিন ধরে চলছে হাজারো নারী পুরুষের আসা-যাওয়া৷ এই চিত্র নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ইনাতবাদ গ্রামের সৈয়দ শাহ আলী নাছিরুদ্দিন (রহঃ) এর মাজার শরিফ প্রাঙ্গণে৷
গ্রামবাসীর অনেকের দাবী ঐ এলাকাতে অনেক ওলি আউলিয়ার মাজার রয়েছে, এটা হয়তো তাদেরই কেরামতি৷ আবার অনেকেই এটাকে বটগাছের মূল বলেও দাবী করছেন৷ গ্রামবাসী জানান ৩৬০ আউলিয়ার সফর সংগী হযরত সৈয়দ চেরাগ আলী শাহ (রহ.) মাজারে আসলে অনেক কঠিন রোগ ভালো হয়ে যায়, সংসারে সুখ আসে৷ মাজারের দক্ষিণ পাশের একটি বিশাল বটগাছ৷ ওই বট গাছের গোড়ায় প্রায় ৪ ফুট উপরিভাগে আলৌকিক এক জোড়া হাতে দেখা যায়৷ এ ঘটনায় নবীগঞ্জে তোলপাড় শুরু হয়েছে৷
২৯ ফেব্রুয়ারী সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমানের বাড়ির পশ্চিম পাশেই রয়েছে সৈয়দ শাহ আলী নাছিরুদ্দিন (রহঃ) সহ একাধিক ওলির মাজার৷ মাজারের পাশেই বিশাল চিনি বটগাছে প্রায় ৪ ফুট উপরে অবিকল মানুষের হাতের ন্যায় একজোড়া রক্তমাখা হাতের দৃশ্য৷ খবরটি এলাকায় জানাজানি হলে শুরু হয় লোকজনের আনাগুনা৷ কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছবি আপলোড করে নানান জনে নানা তথ্য প্রদান করছেন৷
গ্রামবাসী সূত্রে জানা যায়, ইনাতাবাদ গ্রামের জনৈক মহিলা ঐ মাজারে পাতা কুড়ানোর সময় বটগাছে হাতের মত দৃশ্য চোখে পরে৷ এখবরটি জানা জানি হলে শত শত মানুষ ভীড় জমান উক্ত মাজার প্রাঙ্গণে৷ ক্রমান্বয়ে মানুষের সংখ্যা বেড়ে প্রায় অর্ধলক্ষাধিক মানুষ হাতজোড়া দেখেছেন৷
মাজারে আসা শেরপুর এলাকার আনোয়ারা বেগম জানান, তার গাভীর ভালো দুধ হয় এজন্য এখানে দুধ দিতে এসেছেন৷ ছুপান মিয়া জানান, তার মেয়ের জন্য দোয়া চাইতে এখানে এসেছেন৷ এখানে একজোড়া মোমবাতি দিয়ে গেছেন৷
অনেকের মতো হেপি বেগম, মনি বেগম ও কালু বেগম এসেছেন এই মাজারে৷ তারাও এসেছেন আলৌকিক এ ঘটনার খবর পেয়ে৷ একেক জনের একেক রকম ইচ্ছা৷ কেউ রান্না করে নিয়ে এসেছে, আবার কেউ নিয়ে এসেছে হাতে বানানো পিঠা৷
শুধু এলাকার মানুষেরা এখানে আসে না আশেপাশের এলাকাসহ জেলার বিভিন্ন স্থান থেকে লোকজন আসতে শুরু করেছেন৷ এ ছাড়া জেলার বাইরে বিশ্বনাথ, মৌলভীবাজারের বিভিন্ন এলাকার মানুষ আসছেন একনজর দেখার জন্য৷
মাজারে রক্ষণাবেক্ষনের দায়িত্বে থাকা কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান জানান, আলৌকিক এ ঘটনা দেখেতে গত তিনদিন ধরে হাজার হাজার মানুষ আসা যাওয়া করেছেন৷ এমনকি বিভিন্ন দেশ থেকে বিষয়টি জানার জন্য লোকজন ফোন করছেন৷
মাজারের খাদেম জানান, সৈয়দ শাহ আলী নাছিরুদ্দিন (রহঃ) ছিলেন একজন ওলি৷ তিনি ইসলাম প্রচার করেতে এখানে এসেছিলেন৷ তিনি জানান দীর্ঘদিন ধরে এই মাজারের দায়িত্ব পালন করে আসছেন৷
তিনি জানান, শুধু মানুষের মঙ্গলের জন্য এই মাজারটি পরিচিত তা নয়৷ এই মাজারে বাঘ ও অনেক পাখির বসবাস এবং তারা কারো কোন ক্ষতি করে না আর এলাকার মানুষও পাখিদের কোন ক্ষতি করে না৷ ওই মাজারটি বাঘ নামেও পরিচিত রয়েছে এলাকায়৷