সোমবার ● ৩ মে ২০২১
প্রথম পাতা » ঢাকা » প্রধানমন্ত্রী সমীপে আইনজীবী অন্তর্ভুক্তিকরণ পদ্ধতি সংস্কারে বিকল্প প্রস্তাবনা
প্রধানমন্ত্রী সমীপে আইনজীবী অন্তর্ভুক্তিকরণ পদ্ধতি সংস্কারে বিকল্প প্রস্তাবনা
সংবাদ বিজ্ঞপ্তি :: আইনজীবী সনদ অধিকার অান্দোলনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী সমীপে আইনজীবী অন্তর্ভুক্তিকরণ পদ্ধতি সংস্কারে ৪ দফাভিত্তিক বিকল্প পদ্ধতি প্রবর্তনের প্রস্তাব পেশ করা হয়েছে। সম্প্রতি সংগঠনটির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর ই-মেইলে আইনজীবী অন্তর্ভুক্তিকরণ পদ্ধতি সংস্কারের প্রস্তাবিত দাবিনামা পাঠানো হয়েছে। আইনজীবী সনদ অধিকার আন্দোলনের চার দফা বিকল্প প্রস্তাবনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট যথাযথভাবে ইতোমধ্যে জানান দেওয়া হয়েছে। বিকল্প প্রস্তাবসমূহ নিম্নরূপ:
১। কারিগরি ও ব্যবহারিক শিক্ষা হিসেবে আইন স্নাতকদের বিশেষায়িত আইন পেশায় প্রবেশে প্রতিবন্ধকতা নিরসনে জটিল, ব্যয়বহুল, সময়সাপেক্ষ, ছাঁটাইমুখী ও হয়রানিমূলক তিন ধাপের পরীক্ষা বাতিলপূর্বক অবিলম্বে সকল আইন শিক্ষানবিশের পর্যায়ক্রমে আইনজীবী সনদ প্রদানের নিশ্চয়তা বিধানে অনলাইন নিবন্ধন চালু, নিবন্ধিত শিক্ষানবিশগণের এক বছরের মধ্যে নির্দিষ্ট তারিখে সৃজনশীল পদ্ধতিতে আইনজীবী অন্তর্ভুক্তিকরণ পরীক্ষা, পুনপরীক্ষণ ব্যবস্থা ও সনদ প্রদান সম্পন্ন করা অন্যথায় বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের মাধ্যমে আইনজীবী সনদ প্রদানের নিশ্চয়তা বিধান করা।
২। শিক্ষানবিশকালে বাংলাদেশ বার কাউন্সিলের তত্ত্বাবধানে নির্দিষ্ট সংখ্যক প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও অ্যাসাইনমেন্টে অংশগ্রহণমূলক সৃজনশীল পরীক্ষা অন্যথায় বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন সাপেক্ষে আইনজীবী সনদ প্রদান করা। প্রতি জেলায় পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষার্থীদের নিজ জেলায় পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করা।
৩। বাংলাদেশ বার কাউন্সিল ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সমন্বয় সভার মাধ্যমে নির্দিষ্ট মেয়াদে আইনে স্নাতক পর্যায়ে কাম্য ছাত্রসংখ্যা নির্ধারণ করা অথবা বিশেষ প্রতিষ্ঠান গঠন করে আইনের ছাত্র সংখ্যা, সিলেবাস ও পেশাগত সংকট নিরসনে সমন্বয়ের ব্যবস্থা করা।
৪। মামলাজট নিরসন, আইন সংশ্লিষ্ট সেবার মানোন্নয়ন ও জনতার নিকট সেবা পৌঁছাতে উপজেলা পর্য়ায়ে আদালত চালু, গ্রাম-আদালত পর্যন্ত পর্যাপ্ত বিচারক-কর্মকর্তা-কর্মচারি নিয়োগ ও আইনজীবীদের কার্যক্রম বিস্তৃত করা। বিজ্ঞ আদালতে মামলা পরিচালনার নির্দিষ্ট স্তর পর্যন্ত আইন শিক্ষানবিশদের অংশগ্রহণের ব্যবস্থা করা। বাংলাদেশ বার কাউন্সিলের তত্ত্বাবধানে অন্তর্ভূক্তিকরণের পূর্ব পর্যন্ত শিক্ষানবিশদের ন্যূনতম সম্মানী নির্ধারণ ও সংশ্লিষ্ট আইনজীবী সমিতির মাধ্যমে প্রাপ্তি নিশ্চিত করা।