বুধবার ● ৫ মে ২০২১
প্রথম পাতা » কৃষি » মিরসরাইয়ে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ
মিরসরাইয়ে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বুধবার ৫ মে সকালে কার্যালয়ের সামনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন।
প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় নির্বাচিত একজন সিজিএফ ও একজন বাককীপার খামারীর মাঝে খাবার (গমের ভূষি, সরিষার খৈল) ছাগলের আধুনিক ঘর তৈরির সরঞ্জাম (প্লাস্টিক নেট), মিল্ক রিপ্লেসার, ব্ল্যাক বেঙ্গল পাঁঠা বিতরণ করা হয়েছে। এ ছাড়া গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় ৫০ জন খামারীর মাঝে কৃমিনাশক ঔষধ, ভিটামিন মিনারেল প্রিমিক্স ও হেলথ্ কার্ড বিতরণ করা হয়। পাশাপাশি এনএটিপি ফেজ-২ প্রকল্পের আওতায় দুইজন ছাগল পালন সিআইজি সদস্যদের মাঝে আধুনিক ঘর তৈরির সরঞ্জাম ও তৈরির নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, গত এক বছর ধরে করোনকালীন সময়েও ঝুঁকি নিয়ে সব ধরনরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে উপজেলা প্রাণিসম্পদ অফিস।
মিরসরাইয়ে খাদ্য সামগ্রী বিতরণ
মিরসরাই :: মিরসরাইয়ের জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন রওশন-শফিক ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ মে) সকালে উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর নন্দনপুর গ্রামের চৌধুরী বাড়ি প্রাঙ্গণে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা।
এ সময় উপস্থিত ছিলেন রওশন-শফিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইদুর রহমান চৌধুরী নসু, সাংবাদিক আবু সুফিয়ান, রওশন-শফিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমিনুর রহমান চৌধুরী মামুন, ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল খায়ের মিয়া, স্থানীয় সমাজ সর্দার ও সমাজসেবক আবুল বশর। রওশন-শফিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমিনুর রহমান চৌধুরী মামুন বলেন, ২০১৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রওশন শফিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান প্রদান, শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে এবং করোনাকালে গরীব ও সুবিধাবঞ্চিত মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছি। তারই ধারাবাহিকতায় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস এর দ্বিতীয় ধাপের সংক্রমণ মুহূর্তে এবং চলমান লক ডাউনে সুবিধাবঞ্চিত অসহায় ৪০ পরিবারের মধ্যে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আগামীতেও এ জনসেবামূলক কাজ অব্যাহত থাকবে।