শুক্রবার ● ৭ মে ২০২১
প্রথম পাতা » বিনোদন » বিটিভি নির্মান করেছে মাদকে সচেতনতায় তথ্যচিত্র
বিটিভি নির্মান করেছে মাদকে সচেতনতায় তথ্যচিত্র
গত এপ্রিল মাসে থেকে বাংলাদেশ টেলিভিশন বিটিভি ঢাকা কেন্দ্র, বিটিভি ওয়ার্ল্ড, এবং বিটিভি চট্রগ্রাম কেন্দ্র হতে প্রতিদিন নিয়মিত ভাবে প্রচারিত হচ্ছে অরিন্দম মুখার্জি বিংকু’র প্রযোজনায় সচেতনতার নাটিকা “সেকেন্ড ওয়েভ” এবং “মাদকের ছোবল”। টিম রাহা আরাফ টিভির সদস্যদের সহযোগিতার গত ২৮ এপ্রিল উত্তর কাট্টলির একটি খামার বাড়ীতে নাটিকা দু’টির শুটিং অনুষ্ঠিত হয়। এই সচেতনতামুলক নাটিকা দু’টির মধ্যে করোনা সচেতনতামূলক নাটিকা “সেকেন্ডে ওয়েভ” আশরাফুল করিম সৌরভ এর লিখা এবং অপরটি “মাদকের ছোবল” লিখেছেন সৌম্য। রিয়াদ বিন মাহবুব এর সহোযোগিতায় নাটিকা দু’টির চিত্রধারন এবং ভিডিও সম্পাদনা করেছেন হাসিবুর রহমান। নাটিকা দু’টির সার্বিক তত্বাবধানে ছিলেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সফল জি এম নিতাই কুমার ভট্টাচার্য। নাটিকা “সেকন্ড ওয়েভ” এর বিবিন্ন চরিত্রে অভিনয় করেছেনঃ- আশরাফুল করিম সৌরভ, ঋতু পর্না সেনগুপ্তা,নাছরিন আকতার,মামুন নাজিম, মিকাইল রফিক, মান্নান হিমেল এবং ঐশী এছাড়া “মাদকের ছোবল” নাটিকায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশারফ ভূঁইয়া পলাশ,রত্নশরী দাশ,জামাল খান জয়, মাহমুদ হায়দার জীবন, এস বি খান, পারভেজ চৌধুরী, সিমা আকতার এবং মোস্তাফিজুর রহমান। জনমনে সচেতনতা বৃদ্ধির লক্ষেই নাটিকা দু’টি নির্মান করা হয়েছে।