শনিবার ● ৮ মে ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » করোনা সংক্রমণ ঠেকাতে আরও একটি নতুন ওষুধ পেল ভারত
করোনা সংক্রমণ ঠেকাতে আরও একটি নতুন ওষুধ পেল ভারত
অনলাইন ডেস্ক :: করোনা সংক্রমণ ঠেকাতে আরও একটি নতুন ওষুধ পেল ভারত। দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার তৈরি নতুন ওষুধ টু-ডিজিকে (টু-ডিওক্সি-ডি-গ্লুকোজ) ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, এই ওষুধ দ্রুত করোনা রোগীদের সুস্থ করে তুলছে এবং দেহে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করছে।
প্রাথমিকভাবে গবেষণায় ওঠে এসেছে এমনটাই। হালকা ও মাঝারি উপসর্গ বিশিষ্ট রোগীদের জন্য এই ড্রাগ অত্যন্ত কার্যকরী বলে জানাচ্ছেন গবেষকরা।
খবরে বলা হয়, ভারতের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এবং অ্যালায়েড সায়েন্স ও ডক্টর রেড্ডি ল্যাবরেটরি যৌথভাবে এই ড্রাগটি তৈরি করেছে। করোনা আক্রান্ত রোগীদের সুস্থ করার ক্ষেত্রে বিপুলভাবে কার্যকরী এই ওষুধ।
পরীক্ষামূলক প্রয়োগে দেখা গেছে, করোনা রোগীদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করার অল্প দিনের মধ্যেই তাদের কভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসছে।
করোনা সংক্রমণ রুখতে এই ড্রাগ তৈরির উদ্যোগ নিয়েছিল প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা। ২০২০ সালে এপ্রিল মাসে এই ওধুষটি তৈরির কাজ শুরু হয়েছিল। প্রাথমিক পরীক্ষার পর ২০২০ সালে মে মাসে এই ড্রাগটি দ্বিতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালের অনুমতি দেওয়া হয়। ২০২০ সালের মে থেকে অক্টোবর মাসে এই ড্রাগটির দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল চলে। পরীক্ষায় প্রমাণিত হয় এই ওষুধের ব্যবহার সম্পূর্ণ সুরক্ষিত। শুধু তাই নয় মৃদু উপসর্গ বিশিষ্ট করোনা আক্রান্ত রোগীদের সুস্থ করার ক্ষেত্রে এই ড্রাগ অনেকাংশে কার্যকরী।
এর আগে করোনা রোগীদের ক্ষেত্রে জাউডাস ক্যাডিলার ড্রাগ ‘ভিরাফিন’ ব্যবহারের অনুমতি দিয়েছিল দেশটির ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। এই ড্রাগ ব্যবহার করলে শরীরে অক্সিজেনের ঘাটতির সম্ভাবনা অনেকটাই কমবে।