রবিবার ● ৯ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার : আটক-৩
ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার : আটক-৩
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাই থেকে ছিনতাই হওয়া ব্যাটারীচালিত অটোরিকশা উদ্ধার ও ছিনতাইয়ের সাথে সম্পৃক্ত ৩ জন ছিনতাইকারীকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। আজ শনিবার সীতাকুণ্ড ও নগরীর ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো নোয়াখালী জেলের চরজব্বর থানার পাংকার বাজার গ্রামের সিরাজের পুত্র জয়নাল আবেদীন, চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানাধীন পান্নাপাড়া এলাকার সুলতান আহম্মদ এর পুত্র মো. রহমান প্রকাশ লেদু, দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার স্টেশনপাড়া গ্রামের মো. বাবুলের পুত্র আনোয়ার হোসেন।
থানা সূত্রে জানা যায়, মিরসরাই থেকে একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গতকাল ৭ মে তারিখে মিরসরাই থানায় ৩৯৪ ধারায় মামলা নং-৪ দায়ের করা হয়। সেই সূত্র ধরে মিরসরাই থানা পুলিশের একটি টিম সীতাকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে জয়নাল আবেদীন নামে একজনকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে অপর ২ আসামিকে আটক করা হয়। মিরসরাই থানা পুলিশের এসআই উপপরিদর্শক (এসআই) রাজিব, এসআই বোরহান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শিমুল পারভেজ, এএসআই আনোয়ার এ অভিযানে অংশগ্রহণ করেন। মামলাটির অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।