রবিবার ● ৯ মে ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » চীনা রকেটের ধ্বংসাবশেষ মালদ্বীপের কাছে ভারত মহাসাগরে
চীনা রকেটের ধ্বংসাবশেষ মালদ্বীপের কাছে ভারত মহাসাগরে
অনলাইন ডেস্ক :: বহুল আলোচিত সেই চীনা রকেটের ধ্বংসাবশেষ আছড়ে পড়েছে ভারত মহাসাগরে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আজ রবিবার সকালে ভারত মহাসাগরে মালদ্বীপের কাছে এটি আছড়ে পড়ে। রকেটের ধ্বংসাবশেষের ওই অংশটি আছড়ে পড়ার আগে বায়ুমণ্ডলেই এর বেশিরভাগ অংশ পুড়ে যায়।
চীনা রকেটের এই ধ্বংসাবশেষ শিগগির অনিয়ন্ত্রিতভাবে পৃথিবীতে আছড়ে পড়বে বলে আগে থেকে জানা গেলেও কোথায় সেটি পড়বে সে সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা করা সম্ভব হয়নি।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, চীনা রকেটের ধ্বংসাবশেষটির অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত মার্কিন সামরিক বাহিনী গোলা ছুড়ে এটিকে পৃথিবীতে নামিয়ে আনার কোনো পরিকল্পনা করছে না। রকেটের ধ্বংসাবশেষ সমুদ্রে অবতরণ করার সম্ভাবনা বেশি।
চীনা মহাকাশ স্টেশনে স্থাপনের জন্য ‘লং মার্চ ৫বি রকেট’টি গত ২৯ এপ্রিল উৎক্ষেপণ করা হয়। রকেটটিকে সফলভাবে তিয়ানহে স্পেস স্টেশনের মডিউলকে কক্ষপথে স্থাপন করা গেলেও পরে সেটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারায় গ্রাউন্ড স্টেশন। এটি এখন পৃথিবীর কক্ষপথে ঘুরে চলেছে। তবে, এর ভিতরের ১০০ ফুট লম্বা (৩০ মিটার) একটি অংশ রকেট থেকে আলাদা হয়ে পৃথিবীতে আছড়ে পরলো।