সোমবার ● ১০ মে ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ৫৮ হাজার পরিবার
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ৫৮ হাজার পরিবার
শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, বৈশ্বিক মহামারি করোনায় এ উৎসব ঘরে বসে পালন করেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার প্রতিটি ঘরেই পৌছে যাচ্ছে। মলিন মুখে খুশির হাসি সাধারণ মানুষের মাঝে। ঈদ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে ১৬টি ইউনিয়নে ৫৮ হাজার পরিবার পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার জনপ্রতি ৪৫০ টাকা ও ৮শ’ পরিবার পেলেন ৫শ’ টাকা সর্বত্রই বিতরণ চলছে। একই দিনে বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময় এর দেওয়া মাস্ক বিতরণ করা হয় সাধারণ মানুষের মাঝে।
আজ সোমবার সকালে তেলিগাতি ইউনিয়নে ২৯শ’, পঞ্চকরণ ইউনিয়নে ৩৭শ’ হোগলাপাশা ইউনিয়নে ২৯শ’ দৈবজ্ঞহাটী ইউনিয়নে ৩৭শ’ সুবিধাভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোর্শেদা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার, রেজাউল ইসলাম নান্না, পারুল বেগম। সংশ্লিষ্ট ট্যাগ অফিসার প্রভাস চন্দ্র মন্ডল, বাকি বিল্লাহ, সিফাত আল মারুফ, শেখ আব্দুল মজিদ, ইউপি সচিব জাহিদুল ইসলাম, আসাদুজ্জামান, দেবাশিস মজুমদার, সরদার আব্দুল হালিম, ইউপি সদস্য মিল্টন শেখ মিলু, আবুল কালাম আজাদ, ইলিয়াস শেখ, রতন কুমার দাস, দেলোয়ার হোসেন, ফেরদৌসি খানম। গত এক সপ্তাহ ধরে এ উপজেলায় সহায়তা বিতরণ চলছে।
এ সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রীর ঈদ উপহার উপজেলার ১৬টি ইউনিয়নে ৫৭ হাজার ১৬৩ জনকে ৪৫০ টাকা করে এ ছাড়াও প্রতিটি ইউনিয়নে ৫শ’ পরিবারকে ৫শ’ টাকা করে বিতরণ অব্যাহত রয়েছে।