বুধবার ● ২ মার্চ ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে আট’শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আট’শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামে কমপক্ষে আট’শ গ্রাহকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ৷ এসময় বিভিন্ন পরিমাপের চার’শ ফুট পাইপ জব্দ করা হয় ৷
২ মার্চ বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাজীপুর ও ভালুকা অঞ্চলের তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এবং গাজীপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালিত হয় ৷
ভালুকা অঞ্চলের তিতাসের ব্যবস্থাপক প্রকৌশলী মশিউর রহমান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, শ্রীপুর উপজেলার কমপক্ষে ১০ হাজার গ্রাহক অবৈধভাবে গ্যাস ব্যবহার করছেন ৷ ফলে ২০১৫ সালে শ্রীপুরের নয়নপুর, গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় গ্যাস পাইপ বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে ৷
শ্রীপুর অঞ্চলের তিতাসের ব্যবস্থাপক প্রকৌশলী এ এম সাইফুল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, শিল্প এলাকার গ্যাস সংযোগে ১৫০ ঘনফুট চাপে গ্যাস সরবরাহ করা হয় ৷ আবাসিক এলাকায় ৫০ ঘনফুট চাপে গ্যাস সরবরাহ করা হয় ৷ কিন্তু অবৈধভাবে শিল্প গ্যাস লাইন থেকে আবাসিক গ্যাস সংযোগ নেওয়ায় ঝুঁকি বেড়ে গেছে ৷
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, নগরহাওলা এলাকায় আট’শ গ্রাহকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছন্ন করা হয়েছে ৷ এ সময় বিভিন্ন পরিমাপের চার’শ ফুট পাইপ জব্দ করা হয় ৷ অভিযানের সময় বাড়ির মালিকদের পাওয়া যায়নি ৷
অভিযানে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা, তিতাসের উপ ব্যবস্থাপক প্রকৌশলী সাবি্বর আহমেদ, সাবিউল আউয়াল, খোরশেদ আলম, জাহিদ হোসেন ও নৃপেন্দ্রনাথ বিশ্বাস প্রমূখ ৷