মঙ্গলবার ● ১১ মে ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে দাতা সংস্থার শিক্ষা উন্নয়ন প্রকল্পের ১শত মাল্টিমিডিয়া বিতরণ
খাগড়াছড়িতে দাতা সংস্থার শিক্ষা উন্নয়ন প্রকল্পের ১শত মাল্টিমিডিয়া বিতরণ
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে শিক্ষা ও উন্নয়ন (ডাব্লিউজিইইএস) প্রকল্পের আওতায় প্রাথমিকসহ মাধ্যমিক বিদ্যালয়ে ইউএনডিপি’র অর্থায়নে ১০০টি মাল্টিমিডিয়া বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
আজ মঙ্গলবার ১১ মে সকাল ১১টায় জেলা পরিষদের সম্মেলন কেন্দ্রে খাগড়াছড়ি জেলা পরিষদ ও দাতা সংস্থা ইউএনডিপি’র যৌথ আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের “শিক্ষা ও উন্নয়নের মাধ্যমে নারী ও কন্যাশিশুর ক্ষমতায়ন শীর্ষক (ডাব্লিউ জি ইই এস) প্রকল্পের অধীনে জেলার ১০০টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।