মঙ্গলবার ● ১১ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিশুদ্ধপানি নিয়ে জনগণের দোরগোড়ায় আলীকদম উপজেলা চেয়ারম্যান
বিশুদ্ধপানি নিয়ে জনগণের দোরগোড়ায় আলীকদম উপজেলা চেয়ারম্যান
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: দীর্ঘদিন ধরে আলীকদমে বিশুদ্ধ পানির সংকটে জনজীবন বিষিয়ে উঠেছে। পানি বাহিত নানা রোগ জীবানু দ্বারা আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত। ইতিপূর্বে বাংলাদেশ সেনাবাহিনী ও বেসরকারী উদ্যোগে ওমর ফারুখ এবং স্থানীয় ওয়ার্ড মেম্বার জাকির হোসেন ট্যাঙ্ক দ্বারা পানি সরবরাহ করে জনগণের দুর্ভোগ লগবের প্রয়াস চালিয়ে আসছেন। তবে বিশুদ্ধ পানির সংকট স্থায়ী সমাধানের জন্য একাধিক গভির নলকুপ বসিয়ে পাইপ লাইন দ্বারা উপজেলার বিভিন্ন এলাকায় পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম। আজ মঙ্গলবার সরেজমীনে দেখা যায়, উপজেলা চেয়ারম্যান সরেজমিনে উপস্থিত থেকে উপজেলার উত্তর পালং পাড়া এলাকায় পাইপ লাইন দ্বারা শত শত পরিবারের মাঝে এসব পানি বিতরণ করছেন।
তিনি জানান, আমরা একাধিক স্থানে গভির নলকুপ বসানোর চেষ্টা করেও সফল হইনি। সর্বশেষ গত রাতে আমরা একটি লেয়ার পেয়েছি। গত রাত থেকে সারা রাত পানি সরবরাহ করেছি, এখনো চলছে এবং এটি চলমান থাকবে। এরই মধ্যে আমরা আরো ৫টি গভির নলকুপ বসানোর পরিকল্পনা নিয়েছে। সফল হলে পানির সংকট স্থায়ীভাবে সিরষন করা যাবে ইনশাআল্লাহ।
আলীকদমে বিজিবি’র ঈদ উপহার বিতরণ
আলীকদম :: বান্দরবানের আলীকদম উপজেলা তিন শত পরিবারের মাঝে ঈদ উপহার (শাড়ি লুঙ্গি) বিতরণ করেছে ৫৭ বর্ডার গার্ড (বিজিবি) আলীকদম ব্যাটালিয়ন। আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় ৫৭ বিজিবি’র সার্বিক তত্ত্বাবধানে ব্যাটালিয়ন সদরে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার, বান্দরবান কর্নেল মোঃ কোরবান আলী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ইফতেখার হোসেন, পিএসসিসহ ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। একই সময়ে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা দুর্গম হেডম্যান পাড়া, বুলু পাড়া এলাকায়ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় অতিথিরা বলেন, বর্তমানে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) বাংলাদেশের সবচেয়ে দূর্গম অঞ্চলগুলোর অন্যতম থানচি উপজেলার বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বিজিবি ক্যাম্পগুলোতে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) থানচি সীমান্তে বিভিন্ন সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা রেখে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যহত রাখবে।