মঙ্গলবার ● ১১ মে ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
বাগেরহাটে ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জে স্বাশকষ্ট নিয়ে রিপন হাওলাদার(৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সে মোরেলগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। র্যাপিড় টেস্টে তার করোনা পজেটিভ হয়েছে। দুই সন্তানের পিতা রিপন সানকিভাঙ্গা গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, স্বাশকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির ১৫ মিনিট পরেই রিপন মারা যায়। র্যাপিড় টেস্টে তার করোনা পজেটিভ পাওয়া গেছে। এক সপ্তাহ আগে থেকে সে জ্বরে ভূগছিলো। আজ তার জ্বর ছিলোনা। নিজে পায়ে হেটেই হাসপাতালে আসেন।
রিপন করোনার সর্বশেষ বা ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বলে কথা উঠেছে। এ ঘটনায় এলাকায় নতুন করে করোনা আতঙ্ক দেখা দিয়েছে।
প্রধানমন্ত্রী সহায়তা হতদরিদ্রদের মাঝে বিতরণ
বাগেরহাট :: করোনা কালিন সময়ে কর্মহীন হয়ে পড়া বাগেরহাটের মোরেলগঞ্জে সদর ও হোগলাবুনিয়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর জিআর প্রকল্পের মাধ্যমে মানবিক সহায়তা ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মোরেলগঞ্জ সদর ইউনিয়নে আজ মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৫শ’ পরিবারের মাঝে জনপ্রতি ৫শ’ টাকা করে বিতরণ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এইচ এম মাহমুদ আলী, সচিব মো. সালাহ উদ্দিন, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, শহিদুল ইসলাম।
অপরদিকে, হোগলাবুনিয়া ইউনিয়নের ৩৯শ’ ২২ পরিবারের মাঝে ঈদ উপহার ৪৫০ টাকা জনপ্রতি ও জিআর প্রকল্পের ৫শ’ পরিবারকে ৫শ’ টাকা করে বিতরণ করেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আকরামুজ্জামান, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার সহকারি শিক্ষা অফিসার রিপন চন্দ্র মন্ডল ও ইউপি সচিব মো. রহমত উল্লাহ।
এ সময় চেয়ারম্যান মাহমুদ আলী ও আকরামুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা কালিন সময়ে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের মাঝে মানবিক সহায়তা ও ঈদ উপহার সঠিকভাবে পৌছে দেওয়া তাদের দায়িত্ব বলে মনে করছেন। এ সময় প্রধানমন্ত্রীর র্দীঘায়ু কামনা করে দোয়া করা হয়।