বুধবার ● ২ মার্চ ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » গাজীপুরে আলুর জাত প্রদর্শনী মাঠ দিবস পালিত
গাজীপুরে আলুর জাত প্রদর্শনী মাঠ দিবস পালিত
গাজীপুর জেলা প্রতিনিধি :: ‘এসো শিখি করি খাই’ শ্লোগানে গাজীপুরের শিমুলতলী এলাকায় ২ মার্চ বুধবার দুপুরে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (এটিআই) ৫টি আলুর জাত প্রদর্শনী মাঠ দিবস পালিত হয়েছে ৷
মাঠ দিবসে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাঠে ৩ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন৷ এর মাধ্যমে শিক্ষার্থীরা মাঠে হাতে কলমে বিভিন্ন জাতের আলুসহ বিভিন্ন সবজি চাষ করে বাস্তব জ্ঞান লাভ করছে ৷
এসময় গাজীপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ আহমেদ আলী চৌধুরী বলেন, কৃষি ডিপ্লোমা একটি সম্পূর্ণ কারিগরি শিক্ষা ৷ এটি ৪ বছর মেয়াদী ৮টি সেমিস্টারে ৫১টি বিষয়ের পরীক্ষায় অংশ গ্রহণ করতে হয় ৷ পাঠ্যক্রমে বিষয়বস্তু হাতে কলমে শিখে মাঠে প্রয়োগ করার জন্য ‘এসো শিখি করি খাই’ কার্যক্রম চলমান আছে ৷ এতে শিক্ষার্থীরা দক্ষ কৃষিবিদ হিসেবে গড়ে উঠতে পারবে৷ সর্বোপরি ছাত্র-ছাত্রীরা আত্মনির্ভরশীল হয়ে উঠবে ৷
এসময় উপস্থিত ছিলেন মুখ্য প্রশিক্ষক বেলাল হোসেন খান, আবুল কাশেম আজাদ, আবুল কালাম আজাদ, ঊধ্বতন প্রশিক্ষক ড. মিরা রানী দাশ, জেসিকা পারভীন, বনানী কর্মকার, আবু নাদির, ফরহানা জেনি এবং সার্বিক তত্ত্বাবধায়ক উপ সহকারী প্রশিক্ষক মোহাম্মদ মনির হোসেন ৷