বৃহস্পতিবার ● ৩ মার্চ ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে নতুন বিভাগের আনুষ্ঠানিক যাত্রা
চুয়েটে নতুন বিভাগের আনুষ্ঠানিক যাত্রা
রাউজান প্রতিনিধি :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ নতুন বিভাগ Mechatronics & Industrial Engineering(MIE)-এর শ্রেণী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
এ উপলক্ষে ০২ মার্চ বুধবার উক্ত বিভাগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেন,‘‘ চুয়েটকে ‘Centre of Excellence ’ হিসেবে গড়ার নানামুখী প্রচেষ্টা চলছে । এরই অংশ হিসেবে বৈশ্বিক চাহিদা অনুযায়ী সময়োপযোগী এই বিভাগের যাত্রা শুরু হয়েছে।’’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম, যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, Mechatronics & Industrial Engineering(MIE) বিভাগের প্রধান অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।
উল্লেখ্য যে, ইতিমধ্যেই উক্ত বিভাগে স্নাতক কোর্সে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ৩০টি আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছে ।