সোমবার ● ১৭ মে ২০২১
প্রথম পাতা » নওগাঁ » এই ঈদে বিনোদন যেন আত্রাই সেতু
এই ঈদে বিনোদন যেন আত্রাই সেতু
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই নদীর উপর নবনির্মিত “আত্রাই সেতু” বিনোদন প্রেমীদের নতুন স্পটে পরিণত হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত শুক্রবার বিকেলে ও গত শনিবার-রবিবার বিকেলে উৎসব মুখোর ছিল এ সেতু।
আত্রাই বেইলি ব্রিজের পশ্চিম দিকে আত্রাই নদীর ওপর নির্মাণ করা হয়েছে দৃশ্যমান সেতু। উদ্বোধন করা না হলেও ঈদের কয়েক দিন আগেই জনদুর্ভোগ লাঘবে যানবাহন চলাচলের জন্য উন্মোক্ত করে দেয়া হয় এ সেতু। সেতুটি উন্মুক্ত করে দেয়ার পর থেকেই প্রতিদিন বিনোদন প্রেমীদের পদচারণা মুখোরিত হয়ে উঠে এ সেতু। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন ও পরদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল বিনোদন প্রেমীদের পদচারণায় মুখোরিত এ সেতু। তাদের মাঝে ছিলনা স্বাস্থ্য বিধির কোন হিসাব নিকাশ। করোনার কোন ভয় নাই, করোনাকে যেন জয় করেই তারা এ বিনোদন স্পটে ভীড় জমান। নতুন বিনোদন স্পট হিসেবে গড়ে উঠে এ সেতু। এক পর্যায় তরুণ তরুণীদের ভীড় এড়াতে সেতুতে মোতায়েন করা হয় পুলিশ। এদিকে এ সেতু ছাড়াও আত্রাই রাবারড্রাম ও পতিসর বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়িতেও ছিল বিনোদন প্রেমীদের উপচে পড়া ভীড়।
আত্রাই সেতুতে ঘুরতে আসা সুজন জহুরুল বলেন, ঈদের ছুটিকে নিজেদের মত করে কাটাতে ঘুরতে বের হয়েছি। আত্রাই সেতুর উপরে প্রবাহিত ঠান্ডা বাতাস ও হালকা খাবার আমাদের দারুণ প্রিয়। তিনি আরো বলেন, কর্মজীবনে অন্য সময় ব্যস্ত থাকায় পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে এসে আমাদের অনেক ভালো লাগছে।
শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে জখম : মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
আত্রাই :: নওগাঁর আত্রাই উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক সরদার সোয়েবকে ধারালো অস্ত্র দিয়ে হাত ও পায়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় আত্রাই থানায় একটি মামলা দায়ের হয়েছে ।
আহত সরদার সোয়েবের স্ত্রী সাবরিনা সুলতানা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো চার পাঁচজনকে আসামী করে সোমবার সকালে এই মামলা দায়ের করেন । মামলা দায়েরের পর পুলিশ আত্রাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমকে তাঁর বাসভবন থেকে গ্রেপ্তার করেছে । সোমবার সকালেই তাঁকে নওগাঁ আদালতে পাঠানো হয়েছে ।
রবিবার দুপুরে নওগাঁর আত্রাই উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সরদার সোয়েবকে পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত হাত ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। তাঁর নিজ কার্যালয়ে এই ঘটনাটি ঘটে । এ সময় তিনি আত্রাই উপজেলার সোনালী ব্যাংকের পাশে নিজ কার্যালয়ে বসে কাজ করছিলেন। সোয়েবের চিৎকারে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করে। পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে সরদার সোয়েব ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমকে আসামী করায় তাঁকে গ্রেপ্তার করে নওগাঁ আদালতে পাঠানো হয়েছে । অন্য আসামীদের গ্রেপ্তারের জোড় চেষ্টা চলছে।