বৃহস্পতিবার ● ৩ মার্চ ২০১৬
প্রথম পাতা » কৃষি » সম্মিলিত নাগরিক কমিটি গঠনে ব্যপক সাড়া
সম্মিলিত নাগরিক কমিটি গঠনে ব্যপক সাড়া
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (৩ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় বেলা ৩.১০মিঃ) মাটিরাঙ্গায় উপজেলা ও পৌর পর্যায়ে সম্মিলিত নাগরিক কমিটি গঠনের পাশাপাশী ইউনিয়নসহ প্রত্যেক ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের কাজ চলছে সমান তালে ৷ খাগড়াছড়ি সম্মিলিত নাগরিক কমিটির ন্যায় মাটিরাঙ্গাতেও সম্মিলিত নাগরিক কমিটি গঠনের খবর জানতে পেরে উপজেলা জুড়ে বিপুল উত্সাহ উদ্দীপনার লৰ করা গেছে,কমিটিতে নাম অন্তরভুক্তি ইচ্ছুক বিশিষ্ট জনদের ৷ ইতিমধ্যে পছন্দের পদ প্রত্যাশীদের অনেকে সম্মিলিত নাগরিক কমিটির সমন্বয়ক খন্দকার সোহরাব হোসেন সৌরভের সাথে যোগাযোগ অব্যহত রাখছেন বলে বিশ্বস্তসূত্রের বরাত দিয়ে জানা গেছে ৷
অন্যদিকে,গত ২১ ফেব্রুয়ারী থেকে আনুষ্ঠানিকভাবে কমিটি গঠনের কার্যক্রম শুরুর পাশাপাশি ধীরে ধীরে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে ৷ ওয়ার্ড পর্যায়ে সম্মিলিত নাগরিক কমিটি গঠনের জন্যে কয়েকটি ওয়ার্ড থেকে বেশ কিছু নামের তালিকাও জমা পড়েছে ৷
মাটিরাঙ্গার সম্মিলিত নাগরিক কমিটির সমন্বয়ক খন্দকার সোহরাব হোসেন সৌরভ জানান,মাটিরাঙ্গা সম্মিলিত নাগরিক কমিটি গঠনের কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে চুড়ান্ত করতে আমরা সদস্য বাছায়ের কাজ করছি৷ আমরা আশা করছি অল্প কিছু দিনের মধ্যেই মাটিরাঙ্গা উপজেলা কমিটি,মাটিরাঙ্গা পৌর কমিটি গঠন করতে পারবো ৷ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের পুর্বেই খাগড়াছড়ি জেলার সম্মিলিত নাগরিক কমিটির সাথে পরামর্শ করেই পরবর্তী কার্যক্রম চুড়ান্ত করা হবে৷
এ বিষয়ে খাগড়াছড়ি জেলা সম্মিলিত নাগরিক কমিটির প্রধাণ পৃষ্টপোষক ও মেয়র আলহাজ্ব রফিকুল আলম জানান, সমাজে যারা সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে সাহসী ভূমিকা রাখে সম্মিলিত নাগরিক কমিটি সাধারণত তাদের সাথে সহমত পোষণ করে সামাজিক বিভিন্ন কার্যক্রমে ভূমিকা রাখে ৷ তাই কমিটি গঠনে আমরা সুন্দর সমাজ গঠনে কার্যকরী ভুমিকা রাখতে আগ্রহী ব্যক্তিদের প্রধান্য দিয়ে নাম অন্তরভূক্ত করবো ৷ কথা প্রসঙ্গে ,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাটিরাঙ্গা সম্মিলিত নাগরিক কমিটির ব্যানার থেকে কোন প্রার্থী দেবে কিনা জানতে চাইলে তিনি বলেন,আপাদত আমরা কমিটি গঠনের কাজ করবো তারপর সময়-ই বলবে আমরা আর কি কি করবো ৷