শনিবার ● ২২ মে ২০২১
প্রথম পাতা » গাজিপুর » ঈদ পরবর্তী শ্রমিক ছাটাই বন্ধের আহবান
ঈদ পরবর্তী শ্রমিক ছাটাই বন্ধের আহবান
গাজিপুর :: আজ ২২ মে শনিবার গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ গাজীপুর কমিটির উদ্যোগে চান্দনা চৌরাস্তায় শ্রমিক ভুবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতা বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ আব্দুল জলিল।
আলোচনা সভায় সময় জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বলেন, ২০০৬ সালে গামেন্টস শ্রমিকদের আন্দোলনের কারনে তৎকালীন সরকার শ্রমিকদের জন্য ওয়েজ বোর্ড গঠন করতে বাধ্য হয়। তখন নুন্যতম মজুরি ছিলো ৯৫০ টাকা। এসকিউ গ্রুপ থেকে আন্দোলনের বিষ্ফোরন ঘটে, সে সময় পুলিশের গুলিতে নিহত হয় আব্দুলা মেহেদী সোহাগ, আহত হন আরও অনেক। বর্তমানে দেখা যায় বাশখালী থেকে শুরু করে টঙ্গী হামিম গ্রুপ পর্যন্ত শ্রমিক হত্যাসহ রাবার বুলেট টিয়ারগ্যাস দিয়ে অনেক শ্রমিক আহত হয়ে মৃত্যুর সাথে পান্জা লড়ছে।
তিনি আরও বলেন, ঈদ পরবর্তী আবার শুরু হয়েছে চাকরিচ্যুত ছাটাই, তিনি অবিলম্বে শ্রমিক ছাটাই বন্ধ সহ শ্রম আইন সংশোধনের আহবান জানান।
এ সময় সমন্বয় পরিষদের নেতা আব্দুল্লাহ বাছির, এইচএম শামসুল হক, শফিউল আলম, ফোরকান মৃধা,হাসান রহমান মামুন, দুলাল হোসেন, আবুল হোসেন জুয়েল, শাহাদাত হোসেন, মোস্তফা কামাল প্রমূখ উপস্থিত ছিলেন।