রবিবার ● ২৩ মে ২০২১
প্রথম পাতা » দিনাজপুর » সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ঘোড়াঘাটে মানববন্ধন
সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ঘোড়াঘাটে মানববন্ধন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদ, নি:শর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ২৩ মে সকাল ১০ টায় ঘোড়াঘাট প্রেসক্লাবের আয়োজনে উপজেলার রাণীগঞ্জ বাজারে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ মানবন্ধন অনুষ্টিত হয়।
ঘোড়াঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ গাফফার প্রধানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মাহতাব উদ্দিন আল মাহমুদ, সহ-সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম আকাশ, যুন্ম-সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট অনলাইন প্রেসক্লাব এর সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু। মানববন্ধনে বক্তারা সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা দায়েরকৃত মামলা প্রত্যাহার ও অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জোর দাবি জানান।
এছাড়াও অনুষ্ঠানে এশিয়ান টিভির ঘোড়াঘাট প্রতিনিধি সুলতান কবির, প্রেসক্লাবের সদস্য মনোয়ার হোসেন বাবু, নাবিউল হক লোটাস, তোজাম্মেল হক তোজাম, আব্দুল লতিফ, মোফাজ্জল হোসেন, রহুল কুদ্দুস মোল্লা, শাহাজান চৌধুরী ও আব্দুর রাজ্জাক সহ অনেকে উপস্থিত ছিলেন।
ক্যাপশনঃ প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদ, নি:শর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার দাবিতে ঘোড়াঘাট প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন