সোমবার ● ২৪ মে ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » চাঁদার টাকা পরিশোধ না করায় খামারীকে অপহরণের অভিযোগ
চাঁদার টাকা পরিশোধ না করায় খামারীকে অপহরণের অভিযোগ
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে মো. সাগর হোসেন (২৩) নামে এক খামারীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, সম্প্রতি মানিকছড়ির বাটনাতলীর লাল টিলা এলাকার কুয়েত প্রবাসী নুর মোহাম্মদ এর ছেলে মো. সাগর হোসেন (২৩) হাঁস-মুরগী, ও গরু-ছাগলের খামার করার কাজ শুরু করলে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) পরিচয়ে কুয়েত প্রবাসী নুর মোহাম্মদ এর মোবাইলে কল দিয়ে ৫লক্ষ টাকা চাঁদা দাবী করে। দাবীকৃত টাকা পরিশোধ না করলে তার ছেলেকে অপহরণের হুমকি দেয়া হয়।
গতকাল ২৩মে গভির রাতে সশস্ত্র সন্ত্রাসীরা দল বেঁধে এসে মো,. সাগর হোসেন (২৩)কে নিজ বাড়ী থেকে তুলে নিয়ে যায়।
পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানেও আজ ২৪ মে সোমবার রাত ১০টা পর্যন্ত অপহৃতের কোন সন্ধান মেলেনি।
মানিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আমির হোসেন ঘটনার সতত্যা নিশ্চিত করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ক্ষুদে খামারী মোহাম্মদ সাগর হোসেন অপহরণের খবর পেয়ে সেনাবাহিনীর সহযোগিতায় বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে অপহৃতকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এব্যাপারে, ইউপিডিএফ (প্রসিত গ্রুপের) সংগঠক ক্যালাচিং মারমা অভিযোগ অস্বীকার করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এ ঘটনায় ইউপিডিএফ মূল দলের কোন সদস্য জড়িত নেই।