বৃহস্পতিবার ● ৩ মার্চ ২০১৬
প্রথম পাতা » কৃষি » বাবু পাড়া বৌদ্ধ বিহারের উদ্ভোধন করলেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর
বাবু পাড়া বৌদ্ধ বিহারের উদ্ভোধন করলেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর
আলীকদম প্রতিনিধি :: (৩ মার্চ ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫০মিঃ) পার্বত্য বান্দরবানের আলীকদমে বাবুপাড়া বৌদ্ধ বিহারের উদ্ভোধন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ৷ ৩ মার্চ বৃহষ্পতিবার সকাল ১১ ঘটিকায় তিনি প্রথমে বিহারের ফলক উম্মোচন করেন এবং পরে লাল ফিতা কেটে নবনির্মিত বহুতল এই বৌদ্ধ বিহারের প্রবেশ করেন৷ এসময় পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র ম্রো নৃ-গোষ্ঠীর শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী বাজনার সুরে সুরে প্রধান অতিথিকে অভিনন্দন জানান৷ সকাল সাড়ে এগারটায় তিনি বাবু পাড়া নব নির্মিত বৌদ্ধ বিহার এর মাঙ্গলিক উত্সর্গ ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন৷ এর আগে সকাল ১০ টা ৩০ মিনিটে তারাবুনিয়া জামে মসজিদ ভবনের ফলক উম্মোচন করেন এবং স্থানীয়দের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন৷
বাবু পাড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ উঃ পেঞা চেইক্কা ভিক্ষু এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল মাসুদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন, ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন, মাতামুহুরী রিজার্ভের হেডম্যান উক্যজাই মার্মা, ৩নং নয়াপাড়া ইউনি সদস্য ফোগ্য মার্মা, আবুমং কারবারী প্রমুখ৷ এছাড়াও আলীকদম উপজেলার বিভিন্ন বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্টানের ভিক্ষুগন ও উপজেলার সর্বস্তরের জনসাধারণ সভায় উপস্থিত ছিলেন৷
বাবুপাড়া বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আমরা জাতী ধর্ম বুঝিনা, আমরা বুঝি আমরা সবাই বাংলাদেশী৷ এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সবাই ভাই ভাই ৷ সবাইকে একাত্মতার সাথে এই এলাকার উন্নয়নের জন্য কাজ করতে হবে৷ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র ঘিরে তিনি বলেন, এলাকার উন্নয়ন করতে হলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের কোন বিকল্প নাই৷ তাই এলাকার উন্নয়নের সার্থে সকলকে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকান্ডকে আরো গতিশীল করার আহবান জানান৷