শুক্রবার ● ২৮ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » স্টার লাইন পরিবহন-অটোরিক্সা সংঘর্ষে নিহত-১
স্টার লাইন পরিবহন-অটোরিক্সা সংঘর্ষে নিহত-১
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাইপাস এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার ২৭ মে বিকাল ৪ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বড়তাকিয়া বাইপাসে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশী স্থানীয়রা জানান, বড়তাকিয়া বাইপাস এলাকায় চট্টগ্রামগামী স্টার লাইন পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সা থেকে অটোরিকশা চালক পড়ে গিয়ে গুরুতর আহত হলে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত অটোরিক্সা চালক উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব পোলমোগরা গ্রামের মৃত সামসুল হকের পুত্র আখেরের জামান (৪২)। সে দুই সন্তানের জনক। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, বড়তাকিয়া বাইপাস এলাকায় দুর্ঘটনায় কবলিত বাস ও অটোরিক্সা থানায় নিয়ে আসা হয়েছে। এবং নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মিরসরাইয়ে চোরাই কাঠসহ ট্রাক আটক
মিরসরাই :: মিরসরাইয়ে চোরাই কাঠ ভর্তি একটি ট্রাক আটক করেছে করেরহাট রেঞ্জ অফিস। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার করেরহাট রেঞ্জের কর্মকর্তারা বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের কয়লা এলাকায় ধাওয়া করে ট্রাক (ফেনী - ট-১১-০৪৮৮) আটক করে। এসময় ট্রাকের মধ্যে থাকা আকাশমনি, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ৩০০ সেফটি ঘনফুট কাঠ উদ্ধার করা হয়। তবে ট্রাকের চালক কিংবা হেলপার কাউকে আটক করতে পারেনি। কাঠ আসছে এমন তথ্যে বন কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। চট্টগ্রাম উত্তর বন বিভাগ করেরহাট রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিন এলাহি জানান, আটক করা কাঠবোঝাই ট্রাকটি রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে। ট্রাকে ৩০০ সেফটি ঘনফুট বিভিন্ন প্রজাতির কাঠ রয়েছে। যার আনুমানিক মূল্য অর্ধলাখ টাকা। এবিষয়ে একটি মামলা দায়ের করা হয়।