শুক্রবার ● ২৮ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে অগ্নিকান্ডে ১০ পরিবারের বসতঘর পুড়ে ছাই
মিরসরাইয়ে অগ্নিকান্ডে ১০ পরিবারের বসতঘর পুড়ে ছাই
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে অগ্নিকান্ডে ১০ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
আজ শুক্রবার ২৮মে সকাল পৌনে দশটার দিকে উপজেলার বারইয়াহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের মিয়াজি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার গুলো হলো গিয়াসউদ্দিন, আলাউদ্দিন, সিরাজ উদ্দিন, মফিজ উদ্দিন, মঞ্জুর আলম, শাহাদাত হোসেন, আনোয়ার হোসেন, ইমাম হোসেন, সুমন মিয়াজি ও মেজবাহ উদ্দিন এর ঘর।
মিরসরাই ফায়ার সার্ভিসের ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী জানান, সকাল দশটার দিকে বারইয়াহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের মিয়াজি বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের ফলে ১০ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে যথাসময়ে উপস্থিত হয়ে ১০ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হই।
প্রাথমিকভাবে জানা যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। বারইয়াহাট পৌরসভার ৬ নং ওয়ার্ডের কমিশনার আলমগীর হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখতে পাই ১০ পরিবারের বসতঘর পুড়ে নগদ টাকা, স্বর্ণালংকার সহ প্রায় ৩৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সুমন মিয়াজির বসতঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।