রবিবার ● ৩০ মে ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে পল্লী চিকিৎসকদের নিয়ে যক্ষ্মা বিষয়ক ওরিয়েন্টেশন
খাগড়াছড়িতে পল্লী চিকিৎসকদের নিয়ে যক্ষ্মা বিষয়ক ওরিয়েন্টেশন
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে ব্র্যাকের যক্ষ্মার চিকিৎসা উন্নতকল্পে পল্লী চিকিৎসকদের নিয়ে রোগটির নিয়ন্ত্রণ বিষয়ক এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ৩০ মে সকাল ১০টায় খাগড়াছড়ি সিভিল সার্জন অফিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সরকারের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্যোগে ব্র্যাকের সহযোগিতায় সভাটির আয়োজন হয়।
সভায় বাংলাদেশে যক্ষ্মা রোগের অবস্থা ও জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লক্ষ্যমাত্রা, যক্ষ্মা কী, প্রকারভেদ, কীভাবে ছড়ায়, যক্ষ্মা রোগের লক্ষণ, রোগ শনাক্তকরণ ও করণীয়, তামাকের সঙ্গে যক্ষ্মার সম্পর্ক, যক্ষ্মা রোগ সম্পর্কে সামাজিক ধারণা এবং যক্ষ্মা নিয়ন্ত্রণে অংশগ্রহণকারীদের ভূমিকা, আইপিটি চিকিৎসা, এমডিআর টিবি কী এসব নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া ব্র্যাকের কার্যক্রম ও যক্ষ্মা রোগের চিকিৎসা কোথায় পাওয়া যায়, নিয়মিত পুরো মেয়াদের চিকিৎসা সম্পূর্ণ করা কেন জরুরি, ডটস কী ও এর গুরুত্ব এবং ওষুধের সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া ও করণীয় নিয়ে আলোচনা করেন চিকিৎসকরা।
সভায় ব্র্যাকের জেলা ম্যানেজার নিখিল চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. নুপুর কান্তি দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. সঞ্জিব ত্রিপুরা, অনিল কান্তি দেব প্রমুখ।