রবিবার ● ৩০ মে ২০২১
প্রথম পাতা » গুনীজন » বাগবাড়ীতে শহীদ জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী পালন
বাগবাড়ীতে শহীদ জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী পালন
আল আমিন মন্ডল,বগুড়া প্রতিনিধি :: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আজ ৩০ মে রবিবার বগুড়ার গাবতলী নশিপুরের বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে শাহাদৎ বার্ষিকী উদযাপন কমিটির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, গাবতলী থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডাঃ জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা মাহফুজার রহমান ফারুক, শাহীন সরকার, জিয়াউর রহমান টুটুল, জহুরুল ইসলাম সজল, হায়দার আলী, ফজলুল হক ফটো, মতিয়ার রহমান, থানা যুবদলের আহবায়ক আরিফুর রমন মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান মতি, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সুজা উদ্দিন, যুবদল নেতা আনজু, পোটল, গেদা, মমিন, জাহিদুল, রেজা, আশিক, আসাদুল, সুমন, ছাত্রদল নেতা মুন, মোহন, মাসুদ রানা, শ্রমিকদল নেতা রফিকুল, সাদেকুল, সাহেব আলী, জুয়েল, সাইফুল, স্বেচ্ছাসেবকদল নেতা আল আমিন প্রমূখ। এরপূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো’র রুহের মাগফিরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু-সুস্বাস্থ্য ও জিয়া পরিবারের জন্য কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
গাবতলীর জিয়াবাড়ীতে দোয়া মাহফিল
বগুড়া :: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আজ রবিবার বগুড়ার গাবতলী নশিপুরের বাগবাড়ী জিয়াবাড়ীতে থানা বিএনপি ও অঙ্গদলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। থানা বিএনপির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা ও থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোরশেদ মিল্টন। নশিপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান ফারুকের পরিচালনায় আরও বক্তব্য রাখেন থানা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক আশরাফ হোসেন, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, পৌর যুবদলের আহবায়ক হারুনুর রশিদ হারুন, থানা ছাত্রদল নেতা এমআর হাসান পলাশ। এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক নতুন, আতিকুর রহমান আতিক, জাহিদুল ইসলাম জাহিদ, প্রভাষক নজমুল হোসেন, মতিয়ার রহমান মতি, মমিনুল হাসান মমিন, আব্দুল হান্নান, শফিকুল ইসলাম ভূধন, জোবাইদুর রহমান গামা, আতিকুর রহমান পিন্টু, নজরুল ইসলাম টুকু, এমআর ইসলাম রিপন, বিএনপির নেতা মকবুল, আবু আছাদ, মিনহাজুল, থানা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, যুগ্ম আহবায়ক মহব্বত আলী, মিনহাজুল ইসলাম, মশিউর রহমান সুমন, মতিয়ার রহমান মতি, যুবদল নেতা নজরুল ইসলম বজলু, লুৎফর রহমান, চঞ্চল রায়, রাঙ্গা, পোটল, ইউনুছ, মমিন, আসাদুল, সুমন, বাবু, ইসমাইল, সুলতান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান হিরু, সদস্য সচিব সুজা উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পবন সরকার, স্বেচ্ছাসেবক দল নেতা লেমন মিয়া, ছাত্রদল নেতা মুন, মোহন, মাসুদ, মহব্বত, ডিউ, আল মামুন প্রমূখ।
গাবতলীতে পৌর বিএনপির কোরআন খতম ও দোয়া
বগুড়া :: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আজ রবিবার বগুড়ার গাবতলী পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহবায়ক ছাবেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেয়র সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাহিদুল ইসলাম, সদস্য আঃ রহিম পিন্টু, আফছার আলী মিজু, আবু হাসনাত শাহিন, নুরুজ্জামান সজল, বিএনপি নেতা বাবুল পাইকার, তরিকুল ইসলাম, নুরুল্লাহ আকন্দ, মোস্তফা কামাল কনক, রফিকুল, যুবদল নেতা আনোয়ার, পলাশ, তাজুল, দৌলতজামান, নিপুল, জিল্লুর রহমান, সাব্বির, ছনি, সেলিম, বাবু, রবিউল, ছাননু, সোহাগ, পৌর ছাত্রদল নেতা আঃ গণি, আঃ ওহাব, সজল তরফদার, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আনিছার রহমান, থানা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হক প্রমুখ। উল্লেখ্য, জিয়াউর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে পৌর বিএনপি এরআগে ৫দিনের কর্মসূচী ঘোষণা করে। কর্মসূচীর মধ্যে রয়েছে, ৩০শে মে দলীয় কার্যালয়ে দিনব্যাপী কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল, ৩১শে মে দাড়াইল বাজার এতিমখানায় এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন, ১লা জুন গাবতলী কেন্দ্রীয় মসজিদে পৌর যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল, ২ই জুন বাদযোহর গাবতলী কেন্দ্রীয় মসজিদে পৌর ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল, ৩রা জুন শ্রমিকদল ও স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল এবং ৫ই জুন পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে নিমগাছ বিতরণ।