সোমবার ● ৩১ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নারী আটক
ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নারী আটক
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে ৩ দালাল সহ ১০ রোহিঙ্গাকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গতকাল রবিবার (৩০ মে) রাত সাড়ে আটটার দিকে উপজেলার ৬ নং ইছাখালীর চরশরৎ (বঙ্গবন্ধু শিল্প নগর) ২ নং বি- সাইড, শাহআলমের চা দোকানের সামনে থেকে শিল্প জোন পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের আটক করে।
আটক কৃত রোহিঙ্গারা হলেন, নুর জাহান (২০), রেহানা আক্তার (১৯), আছিয়া বেগম (১৮), নুর খাইয়াছ (২৫), মিনারা বেগম (২০), মনিয়া বেগম (২০), কহিনা আক্তার (৩২), জিশান (১০), জান্নাতুল নাঈমা (৮), জেসমিন আক্তার (১২) এবং দালালরা হলেন চট্টগ্রাম জেলার সন্দীপ থানার উড়িয়ার চর এলাকার দিদারুল আলম (২১), নোয়াখালীর সুবর্ণচরের বেলাল হোসেন (২৮) ও জুয়েল (২০)।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি তদন্ত মুহম্মদ হেলাল উদ্দিন বলেন, শনিবার (২৯ মে) রাত দশটার দিকে নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে জন প্রতি ২০ হাজার টাকার বিনিময়ে মালয়েশিয়া নিবে এ মর্মে ট্রলারে করে বঙ্গোপসাগ পাড়ি দিয়ে রবিবার (৩০ মে) রাত আটটার দিকে মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প জোন এলাকায় শিল্প জোন পুলিশ ফাঁড়ির সদস্যদের কাছে দালাল সহ আটক হয়।
এ দিকে জোরারগঞ্জ থানায় দালালদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা নং-২২ এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে বৈদেশিক আইনে মামলা নং-২৩ সহ পৃথক দুটি মামলা রজু করা হয়েছে এবং রোহিঙ্গা ও দালালদেরকে চট্টগ্রামের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।