সোমবার ● ৩১ মে ২০২১
প্রথম পাতা » অপরাধ » এক মাসেও গ্রেফতার হয়নি খুনি সাইফুল
এক মাসেও গ্রেফতার হয়নি খুনি সাইফুল
আবুল কাশেম, স্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথে দৌলতপুর ইউনিয়নের চৈতননগর গ্রামের মানিক মিয়ার ছেলে স্কুলছাত্র সুমেল (১৮) হত্যার এক মাস পূর্ণ হয়েছে আজ ৩১ মে সোমবার। আলোচিত এ হত্যাকান্ডের প্রধান অভিযুক্ত সাইফুল আলম ওরফে লন্ডনী সাইফুলকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ঘটনার পর থানা পুলিশকে ধোঁকা দিয়ে নদী সাঁতরে পালিয়ে যায় সে। এরপর তাকে গ্রেফতারে দু’দফা পুরস্কার ঘোষণা হলেও তার সন্ধান দিতে পারেনি কেউ।
দীর্ঘদিনেও তাকে আইনের আওতায় না আনতে পারায়, জনমনে বিরাজ করছে চাপা ক্ষোভ।
প্রতিপক্ষের সাথে সংঘর্ষকালে প্রকাশ্যে গুলি চালিয়ে ১ মে উপজেলার দৌলতপুর ইউনিয়নের চৈতননগর গ্রামের মানিক মিয়ার ছেলে ও স্থানীয় স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী সুমেলকে হত্যা করে সাইফুল আলম। সে একই গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে।
ঘটনার পরপর পুলিশ স্পটে পৌছালে, তাদের মিথ্যে তথ্য দিয়ে বোকা বানায় সে।
এক পর্যায়ে পুলিশের চোখের সামনে দিয়েই পালিয়ে যায় ধূর্ত এই খুনি। ঘটনার পর থেকে সাইফুল ও তার বাহিনীর অস্ত্রধারী ক্যাডারদের গ্রেফতার করার দাবীতে আন্দোলনে ফুঁসে ওঠে এলাকার মানুষ।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেটের ডিআইজি ও পুলিশ সুপার। তারা খুনি সাইফুলকে দ্রত আইনের আওতায় আনার আশ্বাস দেন এলাকাবাসীকে। এরপর পুরো মাসই ধরাছোঁয়ার বাইরে রয়ে যায় সে।
এলাকাবাসিরা জানান, ‘প্রকাশ্যে খুন করার একমাস পরও তাকে গ্রেফতার করতে না পারাটা আমাদের জন্য চরম হতাশাজনক। ‘
বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান সাংবাদিকদের বলেন, ‘প্রধান অভিযুক্ত সাইফুল আলম ও তার সহযোগীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে বলে তিনি জানান।
বিশ্বনাথ প্রেস ক্লাবের সভা নতুন সদস্য আহবান
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ প্রেস ক্লাবের মাসিক সাধারণ সভা সোমবার সকাল ১১টায় প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় নতুন সদস্যদের আবেদন গ্রহনসহ নানান সিদ্ধান্ত গ্রহন করা হয়। রেজিষ্ট্রেশনপ্রাপ্ত প্রিন্ট (দৈনিক পত্রিকা) বা ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা প্রেস ক্লাবের সদস্য হওয়ার জন্য আগামী ১০ জুন-২১ইং’র মধ্যে প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে লিখিত আবেদন করতে হবে। এসএসসি পাস (ফটোগ্রাফার ৮ম) ও সাংবাদিকতায় কমপক্ষে ৬ মাসের অভিজ্ঞতা সম্পন্ন এবং রাজনৈতিক দলের সাথে সরাসরি জড়িত নন এমন আগ্রহীরাই কেবল প্রেস ক্লাবের সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারবেন। সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, সদস্য শহিদুর রহমান, নূর উদ্দিন, জামাল মিয়া, মো. আবুল কাশেম।