বুধবার ● ২ জুন ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » বিদ্যুতের তারে জড়িয়ে ট্রাফিক সার্জেন্টের মৃত্যু
বিদ্যুতের তারে জড়িয়ে ট্রাফিক সার্জেন্টের মৃত্যু
সাইফুল মিলন, গাইবান্ধা :: গাইবান্ধা পৌর এলাকার পুরাতন জেলখানায় নির্মাণাধীন ট্রাফিক পুলিশ ব্যারাক ভবনে ওঠে মোবাইল ফোনে কথা বলার সময় গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে ফয়সাল মামুন (৩০) নামে এক ট্রাফিক সার্জেন্টের মৃত্যু হয়েছে। নিহত মামুন গাইবান্ধা ট্রাফিক পুলিশে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি দিনাজপুর সদরের বাসিন্দা। তার আড়াই বছরের একটি মেয়ে রয়েছে।
গাইবান্ধা ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) নূর আলম সিদ্দিক জানান, রাতে শহরের পুরাতন জেলখানা এলাকায় নির্মাণাধীন ট্রাফিক পুলিশ ব্যারাক ভবনে ওঠে মোবাইল ফোনে কথা বলার সময় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে ট্রাফিক সার্জেন্ট মামুনের মৃত্যু হয়। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করে।
গাইবান্ধায় ট্রাফিক পুলিশ ব্যারাকের নির্মাণ করা হচ্ছে। নির্মাণাধীন ওই ৩য় তলায় ওঠে মোবাইল ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত তার একটি হাত ৩৩ হাজার কেভি সরবরাহ লাইনের তারের কাছাকাছি গেলেই সঙ্গে সঙ্গেই বিদ্যুতায়িত মারা যান মামুন।