বৃহস্পতিবার ● ৩ জুন ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
আব্দুল্লাহ আল মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি ইসলামী আন্দোলন জেলা শাখা যথাযথ সুরক্ষা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে।
আজ বৃহস্পতিবার ৩ জুন সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সেক্রেটারি মাওলানা কাউসার আজিজীর সঞ্চালনায় জেলা সভাপতি মাওলানা হাফেজ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শ্রমিক আন্দোলন সভাপতি জামাল মৃধা, যুব আন্দোলনের সভাপতি মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের খাগড়াছড়ি শাখার সদস্য সচিব মাওলানা নুরুল কবির আরমান, ইশা ছাত্র আন্দোলন গুইমারা শাখার সভাপতি এস এম মহিউদ্দিন, ইসলামী আন্দোলন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম, মাওলানা আলী হোসাইন কারিমী, শ্রমিক নেতা মো. আল মাওলানা তরিকুল ইসলাম, হাফেজ বশির উদ্দিন, ইকবাল মাহমুদ ও ইসলামী আন্দোলন সদর শাখা সভাপতি আবুল কাশেম প্রমূখ।
এসময় বক্তাগণ বলেন, ২০২০সালে ৮মার্চ করোনা রোগী শনাক্ত হওয়ার পর সরকার ১৭মার্চ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। দীর্ঘ ১৫মাস অতিবাহিত হলেও বিভিন্ন অজুহাতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।সরকার অন্যান্য ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নিলেও শিক্ষাক্ষেত্রে কোন ব্যবস্থা নেয়নি। দেশের সকল শিক্ষার্থীরা নিজের ভবিষ্যৎ নিয়ে আজ চরম উদ্বীগ্ন এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে দিনাতিপাত করছে।
বক্তারা সরকারের নিকট অনতিবিলম্বে যথাযথ সুরক্ষা নিশ্চিতপূর্বক সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জোর দাবী জানান।