বৃহস্পতিবার ● ৩ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে ডাকাতির ঘটনায় মামলা : খালি ট্রাংক উদ্ধার
গাজীপুরে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে ডাকাতির ঘটনায় মামলা : খালি ট্রাংক উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.৩০মিঃ) গাজীপুরের কালিয়াকৈরে ডাচ-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাক এটিএম বুথ থেকে টাকা লুটের ঘটনায় ৩ মার্চ বৃহস্পতিবার কালিয়াকৈর থানায় মামলা হয়েছে ৷ মামলায় ১ কোটি ৯৪ লাখ ৯৭ হাজার টাকা লুটের অভিযোগ করা হয়েছে ৷
কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. রফিকুল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, মানিপ্লন্টের এটিএম কর্মকর্তা মাসুদ রানা বাদী হয়ে ১ কোটি ৯৪ লাখ ৯৭ হাজার টাকা লুটের অভিযোগে মামলাটি দায়ের করেন ৷ এতে অজ্ঞাত ১০/ ১২ জনকে আসামি করা হয়েছে ৷
তিনি আরো জানান, ময়মনসিংহের ফুলবাড়ি থানা এলাকা থেকে লুট হওয়া টাকার খালি ট্রাঙ্ক উদ্ধার করা হয়েছে ৷ দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশের একাধিক টিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা অভিযান পরিচালনা করছেন ৷
উল্লেখ্য, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার ওই এলাকায় এপ্লেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানার পাশে ডাচ-বাংলা ব্যাংকের একটি ফাস্ট ট্র্যাক এটিএম বুথ রয়েছে ৷ ২ মার্চ বুধবার রাত সাড়ে তিনটার দিকে মানিপ্লান্ট নামের একটি প্রতিষ্ঠান ওই বুথে টাকা রাখতে আসেন ৷ এ সময় তাদের মাইক্রোবাস থেকে টাকাগুলো দুইটি ট্রাঙ্কে করে ওই বুথে নিয়ে যান ৷ সে সময় দুইজন গানম্যান ও নিরাপত্তাকর্মীসহ ব্যাংকের ৭ কর্মকর্তা উপস্থিত ছিলেন ৷
এসময় একটি পিকআপ নিয়ে ১০-১২ জন দুর্বৃত্ত ওই বুথে হামলা চালান ৷ তারা নিরাপত্তকর্মী লিয়াকত হোসেনকে মারধর করে টাকার ট্রাঙ্ক দুইটি লুট করে নিয়ে যায়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৷