শনিবার ● ৫ জুন ২০২১
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » অর্থমন্ত্রীর বাজেটে জাতীয় অর্থনীতিতে নারীদের কোন স্বীকৃতি নেই
অর্থমন্ত্রীর বাজেটে জাতীয় অর্থনীতিতে নারীদের কোন স্বীকৃতি নেই
ঢাকা :: শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম আজ এক বিবৃতিতে নতুন অর্থবছরের জাতীয় বাজেট সম্পর্কে বলেছেন, করোনা মহামারিকালের এই বাজেটেও তেলের মাথায় তেল দেয়ার পুরোন ধারা অব্যাহত রয়েছে। অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবনায় নারীরা, বিশেষ করে শ্রমজীবী মেহনতি নারীরা পুরোপুরি উপেক্ষিত হয়েছে। যে ছয় কোটি মানুষ এখন দারিদ্রসীমার নিচে তার বড় অংশই শ্রমজীবী মেহনতি নারী। সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় নারীদের জন্যে ছিটেফোটা বরাদ্দ করা হলেও দারিদ্রপীড়িত বিশাল অংশের জন্যে কোন থোক বরাদ্দ নেই। অথচ দেশের মোট শ্রমশক্তির প্রায় ৪০ শতাংশ এখন নারী। করোনা দুর্যোগের গত দড় বছরে লক্ষ লক্ষ নারীদের কর্মসংস্থান নষ্ট হয়েছে। জীবিকা থেকে তারা উচ্ছেদ হয়েছেন। এদের বিষয়ে অর্থমন্ত্রীর কোন মনোযোগ দেখা যায়নি। জাতীয় অর্থনীতিতে নারীদের অবদানের কোন স্বীকৃতিও অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবনায় নেই। স্কুল কলেজ বন্ধ থাকায় আর্থিক অনটনের কারণে অসংখ্য মেয়েরা এখন শিক্ষা জীবন থেকে ঝরে পড়েছে। বাজেট প্রস্তাবনায় এইসব শিক্ষার্থী ও তাদের পরিবারের কাছে নগদ সাহায্য পৌছানোর মত বরাদ্দের প্রয়োজন ছিল।
বিবৃতিতে নেতৃবৃন্দ সেনেটারি ন্যাপকিনে ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব এবং ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের কর রেয়াত দেবার প্রস্তাবকে ইতিবাচক হিসাবে আখ্যায়িত করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ প্রস্তাবিত ব্যবসায়ীবান্ধব বাজেট প্রত্যাহার করে জনকল্যাণে বাজেটকে পুরোপুরি ঢেলে সাজানো জানিয়েছেন।