মঙ্গলবার ● ৮ জুন ২০২১
প্রথম পাতা » অপরাধ » রামগড়ে পাহাড় কাটার দায়ে ৫০হাজার টাকা জরিমানা
রামগড়ে পাহাড় কাটার দায়ে ৫০হাজার টাকা জরিমানা
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির রামগড়ে পাহাড় কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যাক্তিকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত রবিবার উপজেলার চৌধুরী পাড়া এলাকায় উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড শিরিন শারমিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ অর্থদণ্ড দেয়া হয়।
সরেজমিনে গেলে মো. মীর হোসেন বলেন, চেয়ারম্যান বিশ্ব ত্রিপুরার জমি ভরাটের জন্য মৌখিক চুক্তিতে পাহাড় কাটার প্রতিযোগীতায় নামে ওই এলাকার বাসিন্দা ও পাহাড়ের মালিক মো. আলতাফ হোসেনসহ আরো একজন।
গত বুধবার (২৬ মে) গনমাধ্যম কর্মীদের এমন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও এসিল্যান্ড ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় পাহাড় কাটার অপরাধে মো: আলতাফ হোসেনেকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ধারায় ৫০হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এ বিষয়ে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. মাহমুদ উল্লাহ মারুফ জানান, পাহাড় কাটা আইনগত অপরাধ। পাহাড় কেটে মাটি বিক্রির খবর পেয়ে প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একজনকে ৫০হাজার টাকা জরিমানা করেছে। পাহাড় কাটার বিরুদ্ধে স্বোচ্ছার রয়েছে প্রশাসন। অভিযোগ পেলেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।