শুক্রবার ● ২ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » রাঙামাটি জেলা বিএনপি’র নির্বাচনী তফসিল ঘোষণা
রাঙামাটি জেলা বিএনপি’র নির্বাচনী তফসিল ঘোষণা
ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি জেলা বিএনপি’র ‘দ্বি-বার্ষিক নির্বাচন ২০১৫’র তফসিল ঘোষণা করা হয়েছে ।
শুক্রবার ২ অক্টোবর সকালে জেলা বিএনপি কার্যালয়ে এই ‘দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৫’ এর নির্বাচন তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ৮ অক্টোবর বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা বিএনপি ঘোষিত তফসিল উল্লেখে করা গেল :
২ অক্টোবর শুক্রবার বিকাল ৫টা হতে ৪টা অক্টোবর রবিবার সকাল ১০টা পর্যন্ত মনোয়নপত্র গ্রহণ করা যাবে। ২. মনোয়নপত্র দাখিল করা যাবে ৪ অক্টোবর রবিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত।
৩. ৪টা অক্টোবর রবিবার রাত ৮টা পর্যন্ত মনোয়নপত্র যাচাই-বাছাই হবে।
৪. বাতিলকৃত মনোয়নপত্র পুনঃবিবেচনার জন্য আপিল গ্রহণ করা যাবে ৫ অক্টোবর সোমবার সকাল ১০টায় এবং নিষ্পত্তি ঘোষণা করা হবে বিকাল ৫টায়।
৫. মনোয়নপত্র প্রত্যাহার করা হবে ৬ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৭টায়।
৬. চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে ৬ অক্টোবর মঙ্গলবার রাত ৮টায়।
৭. নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২টায় দলীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে।
৮. সভাপতি প্রার্থীর জন্য মনোয়নপত্র ফি ধরা হয়েছে ৭,০০০/ (সাত হাজার) টাকা, সাধারণ সম্পাদক পদে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা এবং সাংগঠনিক সম্পাদক পদে ৩,০০০/- (তিন হাজার) টাকা মনোয়ন ফি ধার্য করা হয়েছে। (মনোয়ন ফি অফেরতযোগ্য)।
৯. ব্যালট পেপারে প্রার্থীর নাম ও ছবি সংযুক্ত থাকবে।
১০. মনোয়নপত্রে প্রার্থীর পাসপোর্ট সাইজের ২ (দুই) কপি ছবি দাখিল করতে হবে।
১১. অসম্পূর্ণ, ঘষামাজা ও ভুল তথ্য সম্বলিত মনোয়নপত্র বাতিল বলে গণ্য হবে।
১২.যে কোনো প্রার্থী কেবল মাত্র একটি পদের জন্য মনোয়নপত্র দাখিল করতে পারবে।একের অধিক মনোয়নপত্র দাখিল করলে ঐ প্রার্থীর দাখিলকৃত সকল মনোয়নপত্র বাতিল বলে গণ্য হবে। সেক্ষেত্রে কোনো আপিল গ্রহণযোগ্য হবে না।
১৩. কোনো প্রার্থী মাইকে প্রচার, মিটিং-মিছিল এবং কোনো ব্যাজ ও অন্য কোনো প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালাতে পারবে না। উল্লেখিত আচরণবিধিসমূহ লঙ্ঘন করলে বা করিয়েছেন বলে দৃশ্যমান হলে নির্বাচন পরিচালনা কমিটি উক্ত প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ মনোয়নপত্র বাতিল করা হবে। তবে প্রার্থীরা কর্মকান্ড উল্লেখ পূর্বক প্রচারণা করা যাবে ও গণসংযোগ করা যাবে।
১৪. দলের বৃহত্তর স্বার্থে উক্ত তফসিলের সিদ্ধান্ত পরির্বতন বা পরিবর্ধন করার ক্ষমতা নির্বাচন পরিচালনা কমিটি সংরক্ষণ করে।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ আবু নাছির উক্ত নির্বাচন তফসিল ঘোষণা করেন। এসময় রাঙামাটি পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরীসহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আপলোড : ২ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯.৫৫ মিঃ