শনিবার ● ১২ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ১৯ হাজার ২শত পিচ ইয়াবাসহ গ্রেফতার-৩
মিরসরাইয়ে ১৯ হাজার ২শত পিচ ইয়াবাসহ গ্রেফতার-৩
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে ১৯ হাজার ২’শ পিস ইয়াবা ও কাভার্ড ভ্যান সহ ৩ জনকে আটক করেছে র্যাব-৭।
আজ শনিবার ১২ জুন সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন চৈতন্যের হাট এলাকায় ঢাকা মুখী লেনে চেক পোস্ট স্থাপনকালে র্যাবের চেক পোস্টের দিকে আসা একটি কাভার্ড ভ্যান এর গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা কাভার্ড ভ্যানটিকে থামানোর সংকেত দিলে চালক গাড়িটিকে না থামিয়ে র্যাবের চেক পোস্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৮-৭৫৬৭) সহ ৩ জনকে আটক করে। আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে চালকের সিটের পাশে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১৯ হাজার ২শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত আসামিরা হলেন : নোয়াখালী জেলার পশ্চিম মাইজদী এলাকার আবদুল মতিন এর পুত্র মো. আমজাদ (২২), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পানখালী গ্রামের মৃত কবির আহম্মেদ এর পুত্র মো. রফিক (৪৮) ও একই উপজেলার পহরচান্দা গ্রামের আবদুল হামিদ এর পুত্র আমিনুল ইসলাম (২৪)।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৮ লক্ষ টাকা এবং জব্দকৃত কাভার্ড ভ্যানের আনুমানিক মূল্য ১ কোটি টাকা। গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করেছে র্যাব-৭।