শনিবার ● ৫ মার্চ ২০১৬
প্রথম পাতা » ধর্ম » বিশ্বনাথে রান্না করা গরুর মাংসে আল্লাহু লেখা!
বিশ্বনাথে রান্না করা গরুর মাংসে আল্লাহু লেখা!
বিশ্বনাথ প্রতিনিধি :: ঐতিহ্যবাহী জনপদ বিশ্বনাথ নিজস্ব ইতিহাস ও ঐতিহ্যের কারণে বিশ্বদরবারে আজ বেশ সমাদৃত প্রবাসী অধ্যুষিত এই জনপদ রাজনীতি , প্রবাস, অর্থনীতি ও আঞ্চলিক নানান ঘটনাবলীর কারণে হরহামেশা স্থানীয় ও জাতীয় সংবাদপত্রের গুরুত্বপূর্ণ অংশ জুড়ে অবস্থান করে৷ বিশ্বনাথে এবার এক লন্ডন প্রবাসীর রান্না করা গরুর মাংসে আল্লাহু লেখা পাওয়া গেছে৷ ৪ মার্চ বৃহস্পতিবার উপজেলা আবাসিক এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব শামছুল আলম ছরকুম এর বাসভবনে ৷ জানা গেছে,সমপ্রতি ব্রিটেনে আপন ভাতিজার ঘরে প্রবাসী শামছুল আলম ছরকুমের এক নাতির জন্ম হয়৷ এই আনন্দের সংবাদে সিলেটের অঞ্চলের মুসলিম রীতিনীতি অনুযায়ী একটি গরু জবাই করে আকিকা করেন৷ বৃহস্পতিবার দুপুরে সেই আকিকার মাংস রান্না করা হয় ৷ চুলোতে মাংস সিদ্ব হওয়ার সময় রান্নার কাজে নিয়োজিত ঘরের মহিলারা এক টুকরো মাংসতে স্পষ্ট আল্লাহু লেখা দেখতে পান৷ এতে তারা কিছুটা কৌতুহলী হয়ে চুলো থেকে হাড়িটি নামিয়ে সিদ্ধ মাংস গুলোতে তালাশ করতে থাকেন আরো কিছু পাওয়া যায় কি না ৷ এরই মাঝে তারা আরেকটি মাংসের টুকরোয় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর নাম লেখা দেখতে পান৷ তখন তারা মাংসের টুকরো নিয়ে বিশ্বনাথ প্রেসক্লাবে আসেন ৷ সৃষ্টিকর্তা এভাবেই মাঝে মধ্যে তার অলৌকিক ক্ষমতা দিয়ে তার অসীম শক্তি ও সামথের্র জানান দেন বিশ্ববাসীকে ৷
প্রবাসী শামছুল ইসলাম ছরকুম বলেন, রান্না করা মাংসে আল্লাহু লেখা পাওয়া যায়৷ এমন খবরে আশপাশের লোকজন আল্লাহু লেখা মাংস একনজর দেখতে বাসায় ভিড় করেন৷