রবিবার ● ১৩ জুন ২০২১
প্রথম পাতা » অপরাধ » মা বাবাকে প্রহারের অপরাধে পুত্র শরীফকে কারাদন্ড
মা বাবাকে প্রহারের অপরাধে পুত্র শরীফকে কারাদন্ড
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জে বাবা মাকে প্রহার করার অপরাধে এক অবাধ্য পুত্র শরীফ উদ্দিন (২২) কে আইনের হাতে তুলে নির্যাতনের শিকার জন্মদাতা বাবা মা।
ঘটনাটি ঘটেছ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুরা গ্রামে। ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে বাধ্য ঐ গ্রামের সমীর উদ্দিন আজ ১৩ জুন রবিবার নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেন পুত্র শরীফ উদ্দিনের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। বিষয়টে প্রথমে থানা পুলিশকে অবগত করলেও পরে সরেজমিন গিয়ে বাবা মাকে পুত্রের প্রহারের বিষয়টি সত্যতার আলোকে এমন কাজ আইনের চোখে অপরাধ হওয়ার জন্য শরীফ উদ্দিন (২২) কে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ডবিধি ১৮৬০ এর ৩৫৫ ধারা মোতাবেক পিতামাতাকে মারধোরের অপরাধে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শেখ মহি উদ্দিন।
বিষয়টি নিশ্চিত করেছেন,নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শেখ মহি উদ্দিন।
প্রবাসী সাব্বির হোসেন ও রোকন হাকিমকে প্রেসক্লাবের সংবর্ধনা
নবীগঞ্জ :: নবীগঞ্জ প্রেসকাবের উদ্যোগে যুক্তরাষ্ট্রস্থ নবীগঞ্জ উপজেলা ওয়েল ফেয়ার সোসাইটি’র সভাপতি মো. সাব্বির হোসেন এবং হবিগঞ্জ জেলা ওয়েল ফেয়ার সোসাইটি অব ইউএসএ-এর যুগ্ম সাধারণ সম্পাদক ও হাকিম ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রোকন হাকিমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার রাতে নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের সভাকক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ সেলিম তালুকদারের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ফজলুল হক চৌধুরী সেলিম। নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ¦ সাইফুল জাহান চৌধুরী, এ টি এম সালাম, মুরাদ আহমদ, নির্বাহী সদস্য ফখরুল আহসান চৌধুরী, এম মুজিবুর রহমান, আকিকুর রহমান সেলিম, সদস্য মোঃ আলাউদ্দিন, আবু তালেব, সলিল বরন দাশ, জাকির হোসেন চৌধুরী, মোজাহিদ আলম চৌধুরী প্রমূখ। বক্তারা বলেন,যারা সাত সমুদ্র তের নদীর ওপারে থেকেও এলাকার মানুষের সুখ দুঃখের কথা চিন্তা করেন তাদের কথা মানুষ চিরদিন মনে রাখবে। যুক্তরাষ্ট প্রবাসী দুই সহোদর তাদের পিতার নামে গঠিত হাকিম ফাউন্ডেশনের পক্ষ থেকে নবীগঞ্জের বিভিন্ন এলাকার কন্যাদায়গ্রস্থ পিতার কন্যার বিবাহে আর্থিক সহযোগীতা,আর্সেনিকমুক্ত পানিপানে টিউবওয়েল প্রদান,মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদানসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমুলক কাজে সহযোগীতা করায় তারা আজ সর্বত্র প্রশংসনীয়। এ সময় সংবর্ধিত ব্যক্তিগন নবীগঞ্জ প্রেসকাবের জন্য আর্থিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। সভাশেষে সংবর্ধিত ব্যক্তিদের মাঝে প্রেসকাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।