শনিবার ● ৫ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথের টাকা লুটের ঘটনায় গ্রেফতার ২
গাজীপুরে ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথের টাকা লুটের ঘটনায় গ্রেফতার ২
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার ডাচ্ বাংলার এটিএম বুথের টাকা লুটের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম জানান, গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এটিএম বুথের টাকা লুটের ঘটনায় জড়িত বরিশালের মিন্টু (২৮) এবং খুলনার পাইকগাছার নাইমুল ইসলাম (৩৫)কে গ্রেফতার করা হয়েছে৷
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বুথের টাকা লুটের ঘটনায় মামলা দায়ের হয়৷ ঢাকার মিরপুরের মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্ণেল (অব.) সৈয়দ আফজালুল আবেদিন বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলাটি করেন৷ মামলার এজাহারে লুট হওয়া টাকার পরিমাণ ১ কোটি ৮৩ লাখ ২১ হাজার ৫০০ টাকার কথা উল্লেখ করা হয়েছে৷
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালিব মিয়া ৪ মার্চ শুক্রবার দুপুরে জানান, এটিএম বুথে টাকা লোডকারী সংস্থা মানি প্ল্যান্টের ৭ কর্মচারীকে জিজ্ঞাসাবাদসহ বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হয়ে ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছে৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তারা৷
উল্লেখ্য, কালিয়াকৈর উপজেলার সফিপুর হরিণহাটি এলাকায় অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানার পাশের ডাচ-বাংলা ব্যাংকের একটি ফার্স্ট ট্র্যাক এটিএম বুথে ২ মার্চ বুধবার রাত আড়াইটার দিকে মানিপ্লান্ট নামের একটি প্রতিষ্ঠান টাকা রাখতে আসে৷ দু’জন গানম্যান, নিরাপত্তাকর্মীসহ ব্যাংকের ৭ কর্মকর্তার উপস্থিতিতে মাইক্রোবাস থেকে দুটি ট্রাঙ্কে করে টাকাগুলো ওই বুথের ভেতর নিয়ে যাওয়া হয়৷ এ সময় একটি পিকআপযোগে ১০-১২ জন দুর্বৃত্ত বুথে হামলা চালিয়ে নিরাপত্তাকর্মী লিয়াকত হোসেনকে মারধর করে ১ কোটি ৯৪ লাখ ৯৭ হাজার টাকা লুট করে নিয়ে যায়৷
এদিকে লুট হওয়া ট্রাঙ্ক দুটি খালি অবস্থায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে৷