সোমবার ● ১৪ জুন ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » মানিকছড়িতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
মানিকছড়িতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মানিকছড়িতে গলায় ফাঁস লাগানো ১ সন্তানের জননী নাছিমা আক্তার (২৪) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনা সন্দেহজনক হওয়ায় পুলিশ ইউডি মামলা নিয়ে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদরে পাঠিয়েছে।
রবিবার (১৩ জুন) বিকালে উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের পাক্কাটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার দিন দীর্ঘক্ষণ নাছিমার সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন নাছিমাকে খুঁজতে গিয়ে ঘরের শয়ন কক্ষে সিলিংয়ে গলায় ফাঁস দেয়া তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লোকজনের উপস্থিতিতে লাশ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফটিকছড়ির বাগানবাজার এলাকার মো. মনির হোসেন এর এক ছেলে ও তিন কন্যার মধ্যে দ্বিতীয় সন্তান নাছিমা আক্তারের সাথে ২০১৫সালে পারিবারিকভাবে বিয়ে হয় মানিকছড়ি পাক্কাটিলার মো. গোলাম মোস্তফার ছেলে মো. আবুল কালামের সাথে। তাদের সংসারে ৬ বছরের এক শিশু সন্তান রয়েছে।
নিহতের শ্বশুর পক্ষ ও পিতৃপক্ষের বক্তব্য নিয়ে পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে লাশ মর্গে পাঠিয়েছে। মামলা নং ৯, তারিখ- ১৩/৬/২১।
মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ শাহনূর আলম জানান, গলায় ফাঁস দেয়া গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যা না আত্মহত্যা ঘটনাটির প্রকৃত তথ্য ও রহস্য জানতেই ইউডি মামলা নেয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।