শনিবার ● ৫ মার্চ ২০১৬
প্রথম পাতা » জাতীয় » বিশ্বনাথে ইউপি নির্বাচনে প্রবাসী প্রার্থীদের দলীয় মনোনয়নে দৌড় ঝাপ শুরু
বিশ্বনাথে ইউপি নির্বাচনে প্রবাসী প্রার্থীদের দলীয় মনোনয়নে দৌড় ঝাপ শুরু
বিশ্বনাথ প্রতিনিধি :: প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত সিলেটের বিশ্বনাথ৷ এ উপজেলা জাতীয় ও স্থানীয় নির্বাচনে বেশিরভাগ সময়ে প্রবাসী প্রার্থীরা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে৷ বর্তমানে স্থানীয় সংসদ সদস্য ইয়াইহয়া চৌধুরী এহিয়া ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী৷ তারা দু্ইজনই যুক্তরাজ্য প্রবাসী৷ যার ফলে আসন্ন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে প্রবাসীরা দৌড়ঝাপ শুরু করেছে৷ ইতিমধ্যে কয়েকজন প্রবাসী ইউপি নির্বাচনে অংশ নিতে দেশে অবস্থান করছেন এবং আরও অনেক প্রবাসী চলিত মাসের শেষের দিকে দেশে আসছেন বলে জানাগেছে৷
ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষনার পরপরই উপজেলার ৮ ইউনিয়নে শুরম্ন হয়েছে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থী প্রচার-প্রচারণা৷ এসব সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন জায়গায় আগাম নির্বাচনী প্রচারণার কাজ শুরু করেছেন বিভিন্নভাবে৷ তারা বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্টানে অনেকটা নিরবে নির্বাচনী কাজ চালিয়ে যাচ্ছেন৷ অনেকে সমাজের বিভিন্ন কল্যাণের কাজ করে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারণা৷
এদিকে, আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য যুক্তরাজ্য প্রবাসী তরুণ ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছেন অনেকেই৷ তারা নির্বাচনের পূর্ব মূর্হুত দেশে অবস্থান করবেন বলে বিভিন্ন সূত্রে জানাগেছে৷ তবে তাদের পক্ষ নিয়ে দেশে থাকা তাদের আত্বীয়-স্বজন প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন৷ উপজেলার বেশিরভাগ ইউনিয়নে ইউপি নির্বাচনে প্রবাসী প্রার্থীর সংখ্যা গত বারের চেয়ে বেশি হবে বলে জানাগেছে৷ তবে এসব প্রার্থীর মধ্যে অনেকেই রাজনৈতিক দলের সর্মথনকারী রয়েছেন৷ তারা সকলেই দলীয় মনোনয়ন প্রত্যাশী৷ প্রবাসে থেকেও অনেকেই দেশে থাকা দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন৷
চলিত বছরের জুন মাসে অনুষ্ঠিত হতে পারে বিশ্বনাথ ইউপি নির্বাচন৷ নির্বাচনে প্রার্থী হতে প্রস্তুতি নিচ্চেন উপজেলার আট ইউনিয়নের দেশে থাকা অনেকেই৷ ইতিমধ্যে চেয়ারম্যান পদপ্রার্থীরা শুরু করেছেন দৌড়ঝাপ৷ নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি, জাপা, জামায়াত থেকে প্রার্থী হবেন অনেকেই এমটাই ধারনা করা হচ্ছে৷ এছাড়া প্রার্থী হতে প্রবাস থেকে দেশে আসছেন অনেক প্রবাসীও৷ তবে এখনও বলা মুশকিল কারা হচ্ছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী৷ কারা পাবেন দলীয় মনোনয়ন৷
অপরদিকে, প্রবাসী চেয়ারম্যান প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগযোগ অব্যাহত রেখেছেন৷ এলাকার ভোটাদের কাছে তাদের প্রার্থীতা হওয়ার খবরও ছড়িয়ে দিচ্ছেন৷ উপজেলা সর্বত্রই এখন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা-সমালোচনা চলছে৷ নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দিতে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সিদ্ধানত্ম নেয়া হবে বলে সূত্রে জানা গেছে৷ প্রার্থী হতে আগ্রহী প্রবাসী অনেকেই জানিয়েছেন তারা নিজ নিজ দলের সমর্থন পেলে নির্বাচনে অংশ নিবেন৷ আসন্ন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বিশ্বনাথ সদর ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল ইসলাম সিরাজ, মুহিউদ্দিন পলাশ, মদরিছ আলী মফজ্জুল, সুহেল মিয়া, লামাকাজী ইউনিয়নে আলী হোসেন, গিয়াস উদ্দিন খান পংকি, খাজাঞ্চী ইউনিয়নে কুতুবউদ্দিন খান, আবদুল বাছিত রফি, অলংকারী এম এ হক, এম এ মলিস্নক, রফিক আলী, ইলিয়াস আহমদ রানা, রামপাশা ইউনিয়নে এম আজিজুর রহমান আজিজ, আজম আলী, দৌলতপুর ইউনিয়নে সমছু মিয়া, কদর আলী, আবুল কালাম খান, শাহ তাজুল ইসলাম, জিয়াউল হক জিয়া, দশঘর ইউনিয়নে আজম আলী, শফিক উদ্দিন, আবুল হাসানাত, ফারম্নক মিয়া৷ শেষ মূহুর্ত এই প্রার্থীর তালিকা আরও দীর্ঘ হতে পারে বলে অনেকেই মনে করছেন৷
এব্যাপারে প্রবাসী কদরউদ্দিন বলেন, ধানের শীর্ষ প্রতিক নিয়ে নির্বাচন করতে আগ্রহী৷ যদি দল মনোনয়ন দেয় তাহলে তিনি নির্বাচনে অংশগ্রহন করবেন৷ তবে তিনি আশাবাদী দলীয় মনোনয়ন পাবেন বলে জানান৷
প্রবাসী রফিক আলী বলেন, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করবেন৷ দলীয় মনোনয়ন পেতে স্থানীয় নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন বলে তিনি জানান৷
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, আসন্ন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে অনেক প্রবাসী প্রার্থী রয়েছেন৷ তবে দলীয়ভাবে সিন্ধান্ত নিয়ে উপজেলায় প্রার্থী ঠিক করা হবে৷
ধানের শীর্ষ প্রতীক নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে অনেক প্রবাসী প্রার্থী রয়েছেন বলে তিনি জানান উপজেলা বিএনপির সভাপতি জালালউদ্দিন ৷