বুধবার ● ১৬ জুন ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
মোরেলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
শেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জের উপজেলার রাজৈর নেছারিয়া ফাজিল মাদ্রাসার আলিম শ্রেণীর ছাত্র বায়জিদ হাওলাদার (১৮) আজ বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। বায়জিদ বলইবুনিয়া ইউনিয়নের বাশবাড়ীয়া গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে।
জানা গেছে, বিকেল ৪ টার দিকে বায়জিদ হাওলাদার নিজ বাড়িতে পানির মটারে বিদ্যুৎ সংযোগ দেয়ার চেষ্টা করছিল। এসময় অসর্তকতাবশতঃ সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে গুরুতর আহত বায়জিদকে মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মুফতি কামাল হোসেন তাকে মৃত্যু ঘোষনা করেন।
মোরেলগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে ১০ দোকান পুড়ে ছাই
বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জের নব্বইরশি বাসষ্ট্যান্ডে আজ বুধবার এক ভয়াবহ অগ্নিকান্ডে ১০ টি দোকান ভস্মিভ‚ত হয়েছে । এতে দোকান ও মালামাল পুড়ে আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষতিসাধিত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নব্বইরশি বাসষ্ট্যান্ডের বালির রাস্তার দিকে সকাল সোয়া ৭ টার দিকে একটি দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূহুর্তে অগ্নিকান্ড চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অগ্নিকান্ডের ঘটনাটি মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস অবহিত করে। মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
অগ্নিকান্ডে লাল মিয়ার মুদি দোকান, জুয়েল হাওলাদারের কসমেটিক্স দোকান, মতিন আকনের চায়ের দোকান, পান্না চাপরাশির মুদি দোকান, দুলাল শীলের সেলুন, মোস্তফা শেখের ফলের দোকান, আবুবকর সিদ্দিকের মুদি দোকান, মহরত তালুকদারের ফলের দোকান, শাহীন শেখের ফলের দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে জাকির হোসেন মিলনের কসমেটিক্স ও মুদি দোকান । সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে মুদি দোকনের মালিক পান্না চাপারাশির ।