বৃহস্পতিবার ● ১৭ জুন ২০২১
প্রথম পাতা » শিরোনাম » মা-বাবাকে নির্যাতন করায় ভ্রাম্যমান আদালতে ছেলের কারাদণ্ড
মা-বাবাকে নির্যাতন করায় ভ্রাম্যমান আদালতে ছেলের কারাদণ্ড
নবীগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জ মা-বাবাকে প্রহার করায় নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মামদপুর এলাকার বাবা মা এর উপর নির্যাতন করার অপরাধে বিধান রায়ের পুত্র বিশ্বজিৎ রায় (২১)কে দণ্ডবিধি ১৮৬০ এর ৩৫৫ ধারায় ১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ১৬ জুন বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে এ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শেখ মহিউদ্দিন।
জানা যায়, বিশ্বজিৎ রায় প্রায়ই তার পিতা-মাতাকে মারধর করতো। এ ব্যাপারে বিভিন্ন সময় শাসন করার জন্য মেম্বার, চেয়ারম্যান পদক্ষেপ নিলেও সে তাতে কর্ণপাত করেনি। বাধ্য হয়ে তার মা-বাবা উপজেলা নির্বার্হী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বরাবর তাদের ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে হাজির হন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তাদের নির্যাতনের বর্ণনা দেন। ঘটনা অবগত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদেরকে বিচারের আশ্বাস দেন এবং পরবর্তীতে এ ধরনের কাজ করলে তাকে গ্রেফতার করার জন্য নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদকে বলেন।
তার মা-বাবা বাড়িতে গেলে অবাধ্য পুত্র বিশ্বজিত তার মা-বাবাকে আবার মারধোর করে। তাৎক্ষনিক বিষয়ের খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা শেখ মহি উদ্দিন পুলিশ পাঠিয়ে তাকে আটক করান এবং তিনি নিজেও সেখানে পৌঁছেন। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ৩৫৫ ধারার অপরাধে শরীফ উদ্দিনকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ১৬ জুন বুধবার রাত ১০টায় পৃথক অভিযানে দেবপাড়া ইউনিয়নের গোলাবাজার মর্তুজা কমিউনিটি সেন্টার হতে জুয়া খেলার সরঞ্জাম সহ ১০ জুয়াড়ি কে আটক করেন। আটককৃতরা হলেন, মো: জাবেদ মিয়া (৪০) মৃত গোলাম মর্তুজা সাং ফুটারচর, আব্দুল বাছিত (৪৮) মৃত আব্দুল খালিক জালাল সাফ, আবুল মিঢা (৬২) মৃত সন্জব উল্লা, সেলিম (৪১) মৃত ছত্তার মিয়া, বৈঠাখাল, মো : ইউনুছ মিয়া (৩৮) মো: সন্জব আলী হৈবতপুর, মো: মিলন মিয়া (৩০) মৃত আব্দুল আহাদ সাং সাদুল্লাপুর, মো: ছানু মিয়া (৪৭) মো : আলফাছ উল্লা, সাং গহরপুর, মো: আইনুল হক (২৬) মো: আ: হক, সাং : ভানুদেব, মালা (৩১) মৃত আলফাজ মিয়া সাং, বৈটাখাল, ফয়জুল রহমান (৬০) মৃত হাবিবুর রহমান সাং জালাল সাফ। বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর , ৩ ও ৪ ধারা জাবেদ ২ মাস, বাকি ৯ জনকে ১ মাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, মা-বাবাকে নির্যাতন করায় বিশ্বজিৎ রায়কে মোবাইল কোর্টের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং পৃথক অভিযানে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর , ৩ ও ৪ ধারা
জাবেদ নামের একজনকে দুই মাস, বাকি নয় জনকে এক মাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে। এ ধরনের কাজ আইনের চোখে অপরাধ। সকলকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান করেন তিনি।