শুক্রবার ● ১৮ জুন ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » মানিকছড়িতে গুচ্ছগ্রামের ১৫টন চাউল ট্রাকসহ আটক
মানিকছড়িতে গুচ্ছগ্রামের ১৫টন চাউল ট্রাকসহ আটক
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মানিকছড়িতে গুচ্ছগ্রামের রেশনের চাউল খোলাবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় ১৫টন চালসহ একটি ট্রাক আটক করেছে সেনা বাহিনীর টহল দল।
গত বুধবার(১৬ জুন) মানিকছড়ি বাজারের মাহি অটো রাইস মিলের গেট থেকে চাউল ভর্তি ট্রাকটি আটক করা হয়।
গতকাল বৃহস্পতিবার সেনাবাহিনীর দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬জুন বুধবার সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি টহল দল মানিকছড়ি বাজার সংলগ্ন মাহি অটো রাইস মিল গেইট থেকে ১৫টন চাউল ভর্তি একটি ট্রাক আটক করে। এসব চাউল জালিয়াপাড়া গুচ্ছগ্রামের রেশনের চাউল যা বৈধ কাগজপত্র ছাড়াই মানিকছড়ি বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
চাউল ব্যবসায়ী মো. শফি উল্লাহ নিরাপত্তা বাহিনীর কাছে ভুয়া কাগজপত্র উপস্থাপন করেন। তার দাবি প্রজেক্ট চেয়ারম্যান এর কাছ থেকে তিনি ১৫টন চাউল কিনে মাহি অটো রাইস মিলের কাছে বিক্রয় করেছেন।
গোয়েন্দা সূত্রে জানা যায়, গুইমারা উপজেলা খাদ্য গুদামে চাল ও গমের স্থিতির গরমিল রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি অবগত নন বলে জানান।