শনিবার ● ১৯ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রোয়াংছড়িতে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত-১
রোয়াংছড়িতে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত-১
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের রোয়াংছড়িতে নিরীহ নওমুসলিম ইমামকে গুলি করে হত্যা করেছে পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার (১৮ জুন) রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হলো- (মোহাম্মদ ওমর ফারুক) পূর্বের নাম বেরন চন্দ্র ত্রিপুরা (৫২) সে রোয়াংছড়ি উপজেলার তুলাছড়ি পাড়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তয়ারাম ত্রিপুরার ছেলে।
পুলিশ ও স্থানিয়রা জানায়, শুক্রবার এশার নামাজ আদায় করতে যাওয়ার সময় পাথে সন্দেহভাজন কিছু লোক তাকে জঙ্গলের ভিতরে যাওয়ার জন্য বললে তখন তিনি ভয়ে জঙ্গলের দিকে না গিয়ে মসজিদের দিকে এগিয়ে যেতে চেষ্টা করে। এ সময় জঙ্গলে লুকিয়ে থাকা পাহাড়ি সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন। এদিকে ঘটনার পর সেনাবাহিনীর একটি টিম ওই এলাকায় অভিযানে নেমেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদ জানান, রাত নয়টার দিকে এক নও মুসলিমকে গুলি করে হত্যা করেছে পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা। লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, নিহত নও মুসলিম বেরন চন্দ্র ত্রিপুরা পূর্বে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেন ও মুসলিম নাম দেওয়া হয়েছে মোহাম্মদ ওমর ফারুক। এবং সে ওই এলাকার একটি মসজিদে ইমামতি করেন। সে কারণে পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে দীর্ঘদিন যাবৎ হুমকি দিয়ে আসছিল। সর্বশেষ শুক্রবার রাত ৯ টার দিকে তাকে গুলি করে হত্যা করে। এই সন্ত্রাসীরা দীর্ঘকাল ধরে জনসাধারণকে অস্ত্রের ভয় ভীতি দেখিয়ে প্রভাব বিস্তার করে আসছিল। এবং এ সন্ত্রাসী গ্রুপ গুলো দরিদ্র জনগণকে জিম্মি করে বিপুল পরিমাণ চাঁদা আদায় ও সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ধরনের সন্ত্রাসী গ্রুপ গুলি পার্বত্য শান্তি চুক্তি লঙ্ঘন করে পার্বত্য চট্টগ্রামকে দেশের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন করে স্বাধীন স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠা’সহ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্যে অপচেষ্টায় লিপ্ত রয়েছে।