সোমবার ● ২১ জুন ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে প্রধানমন্ত্রীর ঘর পেলো ২৩২টি পরিবার
মহালছড়িতে প্রধানমন্ত্রীর ঘর পেলো ২৩২টি পরিবার
মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়িতে মুজিববর্ষ উপলক্ষে ভুমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায় এর শুভ উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করেছেন মহালছড়ি উপজেলা প্রশাসন। আজ ২০ জুন সকাল সাড়ে ১০ টায় এ উধোধনী অনুষ্ঠানে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। এ ছাড়াও উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাহমিনা আফরোজ ভুঁইয়া, মহালছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা, মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমা, ক্যায়াংঘাট ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা। গণভবন থেকে ভার্চুয়ালী এসব ঘর বিতরন কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা [সংক্ষিপ্ত বক্তব্যে জোবাইদা আক্তার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বতোভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।