মঙ্গলবার ● ২২ জুন ২০২১
প্রথম পাতা » ঢাকা » প্রস্তুতিহীন অপরিকল্পিত লকডাউনে সংক্রমন নিয়ন্ত্রন হবে না
প্রস্তুতিহীন অপরিকল্পিত লকডাউনে সংক্রমন নিয়ন্ত্রন হবে না
সংবদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে বলেছেন করোনা মোকাবেলায় প্রস্তুতিহীন অপরিকল্পিত লকডাউনে প্রত্যাশিত ফল আসবে না। লকডাউন কার্যকরি করার জরুরী পদক্ষেপ ছাড়া কেবল ঘোষণা দিয়েই লকডাউন বাস্তবায়ন করা যাবে না; সংক্রমনও নিয়ন্ত্রনে আনা যাবে না। তিনি বলেন, লকডাউনের আকস্মিক ঘোষণায় ঢাকার পাশর্^বর্তী সাত জেলাসহ দেশের দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের জেলাসমূহের লক্ষ লক্ষ শ্রমজীবী- মেহনতি মানুষ ও দিনমজুরেরা চরম বিপদে পড়েছে। বিরাট সংখ্যক দিন এনে দিন খাওয়া মানুষের ঘরে এখন খাবার নেই, নগদ অর্থও নেই। স্বল্প আয়ের এই সমস্ত মানুষের কাছে খাবার ও নগদ অর্থ পৌঁছাতে না পারলে এই মানুষদের দুর্দশা চরমে উঠবে এবং সেক্ষেত্রে লকডাউনও বিশেষ কাজে আসবে না।
তিনি লকডাউনের জেলাগুলোতে অনতিবিলম্বে শ্রমজীবী ও দিনমজুরদের মধ্যে খাবার সরবরাহ ও নগদ অর্থ পৌঁছানোর দাবি জানান। একই সাথে তিনি টিসিবি’র আওতায় স্বল্পমূল্যে খাদ্য প্রদান, দুর্যোগকালীন রেশনিং ব্যবস্থা ও আত্মকর্মসংস্থানের ব্যবস্থা নেবারও দাবি জানান। তিনি সংক্রমন কবলিত জেলাসমূহে করোনা চিকিৎসার অপ্রতুলতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং জরুরী ভিত্তিতে ফিল্ড হাসপাতাল চালু করে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলারও দাবি জানান।
তিনি করোনা দুর্যোগের মধ্যে ব্যাটারীচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণাকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবার দাবি জানান।