বুধবার ● ২৩ জুন ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » বিপুল ভোটে দ্বিতীয়বারে ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত
বিপুল ভোটে দ্বিতীয়বারে ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: বিপুল ভোটে দ্বিতীয় বার ঝালকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ লিয়াকত আলী তালুকদার।
তিনি ভোট পেয়েছেন ১৭ হাজার ৩শ ৭৪ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী স্বতন্ত্র সাবেক আ.লীগ নেতা আফজাল হোসেন রানা পেয়েছেন ৫শ ৯৪ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মোঃ হাবিবুর রহমান পেয়েছেন ৪শ ১৫ ভোট। ঝালকাঠি পৌরসভায় মোট ভোটার ৩৯ হাজার ৬৩৬ জন। সোমবার এ পৌরসভায় প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন।
অপরদিকে সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে রেজাউল করিম জাকির, ২ নম্বর ওয়ার্ডে হাফিজ আল মাহমুদ (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), ৩ নম্বর ওয়ার্ডে এস এম আল আমিন, ৪ নম্বর ওয়ার্ডে মো. কামাল শরীফ (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), ৫ নম্বর ওয়ার্ডে তরুণ কর্মকার (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), ৬ নম্বর ওয়ার্ডে আবদুল কুদ্দুস হাওলাদার, ৭ নম্বর ওয়ার্ডে মো. হুমায়ুন কবির খান, ৮ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান হাবিল, ৯ নম্বর ওয়ার্ডে হুমায়ুন কবির সাগর। এরা সবাই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে তাছলিমা বেগম, মালা বেগম ও সাবিনা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন।