শুক্রবার ● ২৫ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে জাল নোট তৈরীর উপকরণসহ আটক-১
চট্টগ্রামে জাল নোট তৈরীর উপকরণসহ আটক-১
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার মধ্যম সোনাপাহাড় এলাকায় ১ লক্ষ ৫৬ হাজার টাকার জাল নোট এবং জালনোট তৈরির উপকরণসহ একজনকে আটক করেছে র্যাব-৭। গতকল বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড় বেদে পাড়া এলাকায় অভিযান চালিয়ে মীর হোসেন (২৫) নামে একজনকে জাল নোট ও জাল নোট তৈরীর উপকরণ সহ আটক করা হয়। আটককৃত আসামি জোরারগঞ্জ থানার মধ্যম সোনা পাহাড় এলাকার আলমগীর হোসেন এর পুত্র।
র্যাব সূত্রে জানা যায়, আটককৃত আসামি দীর্ঘকাল যাবত জালনোট প্রস্তুত করে আসল টাকা বলে চালানোর চেষ্টা করছে। সেই প্রেক্ষিতে ২৩ জুন উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে মীর হোসেনকে আটক করে। তার দেখানোমতে নিজ হেফাজতে থাকা ০১ টি জাল টাকার নোট তৈরির প্রিন্টার মেশিন, ০১ টি ল্যাপটপ, ৩৯ টি জাল টাকা তৈরির কাগজ এবং জাল ১,৫৬,৭০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ জাল টাকা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জোরারগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
মেয়ের বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মায়ের মৃত্যু
মিরসরাই :: একদিকে বিয়ে বাড়িতে ধুমধাম আয়োজন অপরদিকে শোকের মাতম। সর্বকনিষ্ঠ মেয়ের বিয়ে বলে কথা, যার যার মতো ব্যস্ত সবাই। এরই মধ্যে ঘটে গেলো অনাকাঙ্খিত ও হৃদয়বিদারক ঘটনা। কনিষ্ঠ মেয়ে সাবিনা ইয়াসমিন এর গায়ে হলুদ অনুষ্ঠান চলাকালীন বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয় নুর জাহান বেগম (৭০)। বিয়ের অনুষ্ঠানে আগত মেহমানরা তাকে উদ্ধার করে মস্তান নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। বৃহস্পতিবার (২৪ জুন) দিবাগত রাত সাড়ে সাতটার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছত্তরুয়া (ঘেড়ামারা ফরেস্ট অফিস) এলাকায় কালা বৈদ্যর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নুরজাহান বেগম ঐ এলাকার ইসমাইল হোসেন প্রকাশ কালা বৈদ্যর স্ত্রী এবং ৩ ছেলে ও ৩ মেয়ের জননী। আজ শুক্রবার বেলা এগারোটা দিকে তার দাফন সম্পন্ন হয়েছে। ছোট মেয়ের বিয়ের অনুষ্ঠানে নুর জাহান বেগমের আকস্মিক মৃত্যুতে বিয়ের আনন্দ বিষাদে রূপান্তরিত হয়। এবিষয়ে জানতে ১নং করেরহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছত্তরুয়ার ইউপি সদস্য বেলাল হোসেনকে কল দিলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। উক্ত ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মিরসরাইয়ে “ফুড ভ্যালি” ফাস্টফুড এন্ড বিরানি হাউজের উদ্বোধন
মিরসরাই :: টাটকা খাবারের অঙ্গীকার এই স্লোগান নিয়ে মিরসরাইয়ে ফুড ভ্যালি ফাস্টফুড এন্ড বিরানি হাউজ এর উদ্বোধন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার ২৫ জুন সকালে উপজেলার মায়ানী ইউনিয়নের আবুতোরাব বাজারের স্কুল মাঠ সংলগ্ন ভূইয়া রাইচ মিল মার্কেটে ফুড ভ্যালি ফাস্টফুড এন্ড বিরানি হাউজের উদ্বোধন করেন আবুতোরাব বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা জাফর আহম্মদ।
এসময় উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন, জয়নাল আবেদীন, তৌহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, হান্নান ভূইয়া, জিয়াউল করিম বাবলু, রবিউল হোসেন, সরোয়ার হোসেন, মিরসরাই ক্রিয়েটিভ কম্পিউটার এর স্বত্বাধিকারী মেহেদী হাসান মামুন। ফুড ভ্যালি ফাস্টফুড এন্ড বিরানি হাউজের স্বত্বাধিকারী মীর হোসেন বলেন, টাটকা খাবারের অঙ্গীকার এই স্লোগান নিয়ে ফুড ভ্যালী ফাস্টফুড এন্ড বিরানি হাউজের যাত্রা শুরু। ফুডভ্যালি খাবারের দোকানে ফাস্টফুড, বিরানি এবং জুস ও ফিস আইটেম থাকবে। পুরো মিরসরাইতে ফাস্টফুড ডেলিভারি দেওয়ার ইচ্ছা পোষণ করে সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।