শনিবার ● ২৬ জুন ২০২১
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়া প্রশাসনের নেতৃত্বে চলছে কঠোর লকডাউন : গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৭ মৃত্যু-৭
কুষ্টিয়া প্রশাসনের নেতৃত্বে চলছে কঠোর লকডাউন : গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৭ মৃত্যু-৭
কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: সীমান্তবর্তী কুষ্টিয়া জেলায় ৭দিনের আজ রবিবার কঠোর লকডাউনের ৭ম দিন চলছে। পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জনের তথ্যমতে, গত শুক্রবার ২৪ ঘন্টায় জেলায় ২২৩ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৭৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সনাক্তের হার ৩৫ শতাংশ। এছাড়াও গত ২৪ ঘন্টায় জেলায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে।
এদিকে ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতাল গত শুক্রবার থেকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল নামে যাত্রা শুরু করেছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেডিকেটেড করোনা হাসপাতাল হিসেবে এখনও প্রজ্ঞাপন জারি না হলেও শুক্রবার থেকে কাজ শুরু করা হয়েছে। এখনও কিছু কাজ বাকি আছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার বলেন, ‘২০০ শয্যাকে করোনা রোগীদের জন্য প্রস্তুত করা হয়েছে। প্রয়োজন পড়লে বাকিগুলোও করা হবে।’ লকডাউন কার্যকর করার জন্য কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের নির্দেশে শহরের বিভিন্ন প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়েছেন। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছেন। উল্লেখ্য উক্ত লকডাউনের মেয়াদ আজ রবিবার শেষ হবে আগামীকাল সোমবার থেকে দেশব্যাপী আরোও লকডাউন কার্যকর হতে চলেছে মর্মে জানা গেছে।