শনিবার ● ২৬ জুন ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪ জন
ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪ জন
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া শৈলকুপা উপজেলার আউশিয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে আরো দুইজন। এদিকে গত ২৪ ঘন্টায় ৩৬ টি নমুনা পরীক্ষায় ১৪ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এসব তথ্য নিশ্চিত করেন। এদিকে ঝিনাইদহ জেলায় লকডাউনের ৫ম দিন চলছে। শহরে লকডাউন কড়া কড়ি থাকলেও গ্রামে লকডাউনের প্রভাব নেই বললেই চলে। গ্রামাঞ্চলে ইজিবাইক ভ্যান-রিকসা চলছে। এছাড়া মানুষ বাড়ি থেকে বের হয়ে ঘুরাফেরা করছে মানছে না স্বাস্থ্যবিধি। সকাল থেকে গভির রাত পর্যন্ত চায়ের দোকানে চলেছে আড্ডা। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্তবাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, বর্তমানে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছে ৭৯ জন রুগী এর মধ্যে ৪৯ জনের করোনা পজেটিভ এবং বাকিদের করোনা উপসর্গ রয়েছে। এদিকে শনিবার লকডাউন না মানায় ৩০ জন চালককে ৩ হাজার টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়। অভিযানকালে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আনোয়ার সাইদ জানান, করোনা সংক্রমণ নিয়ন্ত্রনে লকডাউনে পুলিশের অভিযান চলমান আছে। অনেকেই দেখা যায় বিনা কারনে মটর সাইকেলে ঘোরাঘুরি করছেন। এসব কারনে চালকদের আইনের আওতায় আনাসহ স্বাস্থ বিধি মানতে নির্দেশনা দেওয়া হচ্ছে।
এবার দালালদের খপ্পরে পড়ে প্রসুতির মৃত্যু হলো ক্লিনিকে
ঝিনাইদহ :: বিউটি খাতুন (২৪) নামে এক নারীর প্রসব বেদনা শুরু হলে প্রথমে নিয়ে যাওয়া হয় নিকটস্থ ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু বিধি বাম! সরকারী হাসপাতালের সেবা থেকে বঞ্চিত হয় বিউটি। হাসপাতাল গেটের সামনে অপেক্ষমান দালালরা বিউটিকে সরকারী হাসপাতালে ঢুকতে দেয়নি। প্রসব বেদনায় ছটফট করতে থাকা বিউটি খাতুনকে সেখান থেকে জোর পুর্বক ভাগিয়ে নিয়ে শৈলকুপা প্রাইভেট হাসপাতাল নামে একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করা হয়। তখন শনিবার (২৬ জুন) ভোর ছয়টা। ক্লিনিকে ভর্তির পর কোন ডাক্তার ছিল না। ছিল না কোন প্রশিক্ষিত নার্স। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিউটি খাতুনের প্রসব বেদনা বাড়তে থাকে। ৩ ঘন্টা প্রসব বেদনায় ছটফট করতে থাকেন ওই প্রসুতি। বেদনায় নীল হয়ে পড়ে তার শরীর। এক পর্যায়ে চিকিৎসা না পেয়ে গর্ভবতী বিউটি সকাল ৯টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিউটি খাতুন শৈলকুপা পৌরসভার বাজারপাড়া গ্রামের রিপন হোসেনের স্ত্রী। এদিকে বিউটির মৃত্যুর পর ক্লিনিকের ছয় মালিক ও ম্যানেজার গাঢাকা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে ক্লিনিকের সামনে মোতায়েন করা হয় পুলিশ। বিষয়টি নিয়ে শৈলকুপা থানার ওসি (তদন্ত) মহসীন আলী জানান রোগীর পরিবার থেকে এখনো কোন লিখিত অভিযোগ করা হয়নি। সে কারণে আমরা কোন ব্যাবস্থা নিতে পারেনি। তবে পরিস্থিতি মোকাবেলায় ক্লিনিকে পুলিশ মোতায়েন করা হয়েছে। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন জানান, স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট থাকায় দালালরা রোগীদের সরকারী হাসপাতালে ঢুকতে বাধা দেয়। রোগীদের ভুলভাল বুঝিয়ে ক্লিনিকে ভাগিয়ে নিয়ে যায়। বিউটির ক্ষেত্রেও তাই হয়েছে। তবে হাসপাতাল কতৃপক্ষ দালালদের বিরুদ্ধে অজ্ঞাত কারণে ব্যবস্থা গ্রহন করে না বলে অভিযোগ উঠেছে। অভিযোগ পাওয়া গেছে শৈলকুপা উপজেলার কোন ক্লিনিকেই সার্বক্ষনিক ডাক্তার থাকেনা, থাকে কাগজে কলমে। শৈলকুপা হাসপাতালের প্রধান গেটের সামনেই গড়ে উঠেছে এই আধুনিক মানের কথিত ক্লিনিক। দেখে বোঝার উপায় নেই যে, এখানে সেবার মান শুন্যের কোঠায়। আলীশান ডেকোরেশনসহ সবকিছু থাকলেও শুধু নেই সার্বক্ষনিক ডাক্তার ও ডিপ্লোমা নার্স।
ঝিনাইদহে প্রেমের বিয়ে না মানায় কিশোরীর আত্মহত্যা
ঝিনাইদহ :: প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে ১৬ বছর বয়সী কিশোরী ইয়াসমিন। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার গান্না মাঝেরপাড়া গ্রামে। সেই ওই গ্রামের আব্দুস সালামের মেয়ে। গ্রামবাসি জানায় নিজ গ্রামের একই বয়সী ছেলে আশিকুল ইসলামের সঙ্গে প্রেম করে চার মাস আগে বিয়ে করে ইয়াসমিন। বহু চেষ্টা করেও প্রেমিকের বাড়িতে যেতে পারেনি ইয়াসমিন। বিয়ে মানতে নারাজ ছেলের পিতা জাহিদুল ইসলাম। এদিকে ছেলের পিতা প্রেমের বিয়ে মেনে নিতে না পারায় হতাশায়গ্রস্থ ইয়াসমিন শুক্রবার বিকালে বিষপান করে। তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকাল ১০টার দিকে মারা যায়। খবরটি নিশ্চিত করে গান্না ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, গত বুধবার আমরা এই বিয়ের কথা জানতে পারি। এ নিয়ে তাদের দুই পরিবারে কি হয়েছে তা আমরা জানতে পারিনি।
মহেশপুর সীমান্তে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক আটক
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রাম থেকে গৌতম বালা (৩০) নামে এক ভারতীয় নগরিককে আটক করেছে বিজিবি। তিনি ভারতের চব্বিশ পরগোনা জেলার নতুননগর থানার চরচালকা গ্রামের সাগর বালার ছেলে। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান শনিবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানান। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন শুক্রবার রাতে গৌতম বালা মহেশপুরের শ্যামকুড় চেয়ারম্যান ঘাট এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবির টহল দল তাকে আটক করে। তিনি কি কারণে অবৈধ ফথে বাংলাদেশে প্রবেশ করছিলেন তা বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। এ ব্যাপারে গৌতম বালার বিরুদ্ধে মহেশপুর থানায় শনিবার বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে ১৯৫২ সালের কন্ট্রোল অফ এ্যান্ট্রি এ্যাক্ট এর ৪ ধারায় মামলা হয়েছে।